টানটান উত্তেজনা! অবশেষে রাজ্যের আবেদনের নিষ্পত্তি আদালতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৩০ এপ্রিল দিঘায় ধুমধাম করে উদ্বোধন হল জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন। এদিকে সেই সময় হাইকোর্টে (Calcutta High Court) চলছে কাঁথিতে শুভেন্দুর সনাতনী হিন্দু সম্মেলন (Sanatani Dharma Sammelan) নিয়ে শুনানি। সবশেষে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।

রাজ্যের আবেদনের নিষ্পত্তি আদালতে | Calcutta High Court

তবে এদিন শুনানিতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, নির্দেশ দেওয়ার সময় সেটি যাতে কার্যকর করা যায়, সেই বিষয়টিও মাথায় রাখা উচিৎ। প্রসঙ্গত, হাই কোর্টের ডিভিশন বে়ঞ্চের রায়ের প্রতিলিপি আসার আগেই বিরোধী দলনেতার নেতৃত্বে সনাতনী হিন্দু সম্মেলন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, বুধবার হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা উঠেছিল।

ডিভিশন বেঞ্চের মত, কোনও নির্দেশ দেওয়ার সময় তা যেন কার্যকর করা যায় সেটা মাথায় রাখতে হবে। প্রসঙ্গত, একক বেঞ্চের নির্দেশ ছিল, তিন হাজার লোক নিয়ে এই সভা করা যেতে পারে। বেঁধে দেওয়া সংখ্যার বেশি জমায়েত যাতে না হয় সেই নির্দেশ ছিল। এই প্রসঙ্গেই ডিভিশন বেঞ্চের মত, ওই কর্মসূচিতে এক সঙ্গে কেবল তিন হাজার লোক যোগ দিয়েছেন, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত ছিল বলে মত দুই বিচারপতির।

ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য প্রশাসনের পক্ষে এমন নির্দেশ সঠিক ভাবে পালন করা সম্ভব নয়। কারণ কত লোক রয়েছে, সেই বিষয়ের উপর ভিড় নির্ভর করে। এই বিষয়ে তারা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে সহমত বলেও জানান। তবে ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট করে, একক বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করার কোনও কারণ নেই।

Calcutta High Court gives permission to Suvendu Adhikari programme

ভিডিও দেখুন: https://youtu.be/ar9zG_xu5Rs?si=cyRsVvDU8URDipSm

প্রসঙ্গত, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল এক হিন্দুত্ববাদী সংগঠন। ‘সনাতনী হিন্দু সম্মেলন’ করার অনুমতি মেলেনি পুলিশ তরফে। এরপরই তারা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন। গত শুক্রবার হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানির জন্য উঠলে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি।

আরও পড়ুন: ‘সমুদ্রের গর্জনকে ছাপিয়ে গেল দিলীপের গর্জন’, পদ্ম নেতার ছবি পোস্ট, দিলীপকে প্রশংসায় ভরালেন কুণাল

যদিও পরে বিচারপতি সম্মেলনের জন্য শর্তসাপেক্ষ অনুমতি দেন। তবে বিচারপতি স্পষ্ট জানান, তিন হাজার লোক নিয়ে এই সভা করা যেতে পারে। বেঁধে দেওয়া সংখ্যার বেশি জমায়েত করা যাবে না। এরপরই একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X