জোর ধাক্কা! জিতে গেলেন শুভেন্দু, হাইকোর্টের রায়ে মুখ পুড়ল রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ নিজের খাসতালুকে মেলেনি মিছিলের অনুমতি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। তাতেই হল সুরাহা। তমলুকে বিজেপির মিছিলে শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মিছিলে থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিলের অনুমতি দিয়েছেন।

আর কী বলল হাইকোর্ট? Calcutta High Court

আদালতের নির্দেশ, তমলুকের রাজবাড়ি মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের করা যাবে। সময়ও বেঁধে দিয়েছে হাইকোর্ট। মিছিল করতে হবে দুপুর ১টা থেকে বেলা ২.৩০-র মধ্যে। পাশাপাশি এক হাজার লোক নিয়ে মিছিল করার নির্দেশ বিচারপতির। নীরবতা বজায় রাখতে হবে স্কুল চত্বর এলাকাতেও।

নির্দেশ, রাজনৈতিক ওই মিছিল থেকে কোনও রকমের উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। যা হবে সবটাই শান্তিপূর্ণভাবে। এদিন মামলার শুনানিতে আদালতে গেরুয়া শিবিরের আইনজীবী জানান, তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। বিকাল তিনটে থেকে ওই মিছিল শুরু হওয়ার কথা।

আদালতে রাজ্যের আইনজীবী জানান, বিজেপির প্রস্তাবিত রুটে মসজিদ আছে, নমাজ হয়। এছাড়া প্রশাসনিক ভবন ও আদালতও আছে। সবমিলিয়ে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। যাতে বিজেপি নিমতলা থেকে তালপুকুর পর্যন্ত মিছিল করে সেই প্রস্তাব দেয় রাজ্য।

আদালতে রাজ্যের দাবি, যে জায়গার অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে ১৫ মার্চ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। ফের সেই জায়গায় মিছিল হলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।

High Court

আরও পড়ুন: শুরুতেই ‘হিট’ পরশুরাম! পরিণীতা-ফুলকির TRP কত? বেঙ্গল টপারের নামে বড় চমক!

বিজেপির আইনজীবী মিছিলের জন্য একঘণ্টা সময় চান। দু’,পক্ষের কথা শুনে রাজ্যের উদ্দেশে জাস্টিস ঘোষ বলেন, “আমি যখন আর,আর অ্যাভিনিউ দিয়ে যাই, তখন দেখতে পাই কারা, কারা নিয়মিত অনুমতি পাচ্ছে।” এরপরই শর্তসাপেক্ষে অনুমতি দেয় হাইকোর্ট (Calcutta High Court)। অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর