ছিল দুর্নীতির অভিযোগ! তৃণমূলের সেই শিক্ষক নেতাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েও হঠাৎ প্রত্যাহার করল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি হাওড়ার তৃণমূল (TMC) শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামের চাকরি বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার সেই নির্দেশ আপাতত প্রত্যাহার করল হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আপাতত ওই শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্ত করার বদলে সাসপেন্ড করার নির্দেশ দিল উচ্চ আদালত।

কেন নির্দেশ পরিবর্তন হাইকোর্টের? Calcutta High Court

এদিন মামলা হাইকোর্টে উঠলে পর্যবেক্ষণ, যেহেতু এই মামলা এখনও হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে বিচারাধীন তাই আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। ওই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্টের একক বেঞ্চই।

এই সিরাজুল ইসলাম হাওড়ার শিবপুরের একটি স্কুলের শিক্ষক। বাম আমলে তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান। পরে অভিযোগ ওঠে, তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন। মামলা গড়ায় হাইকোর্টে। সেই সময়ই তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। তবে তাতে কোনো কাজই হয়নি।

অভিযোগ, আদালতের কড়া নির্দেশের পরও তিনি চাকরি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তৃণমূল আমলে তার রাজনৈতিক ক্ষমতা বেড়েছে বলেও অভিযোগ ওঠে। এই অভিযুক্তকেই সম্প্রতি হাওড়া জেলায় তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক পদের বসানো হয়। জোরদার হয় বিতর্ক। ফের মামলা হয় হাইকোর্টে।

Calcutta High Court

আরও পড়ুন: শিঙারার সাথে এক্সট্রা চাটনি না দিতেই রেগে লাল! দোকানকর্মীকে ঠাটিয়ে চড় TMC কাউন্সিলরের, ধরে নিয়ে গেল পুলিশ

সেই মামলা ওঠে জাস্টিস বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে। আদালত অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। এদিকে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সিরাজুল। যাতে তার চাকরি নিয়ে টানাটানি না হয় সেই আর্জি জানান নেতা। এদিকে ডিভিশন আর্জি খারিজ করে পাল্টা অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয়। তবে যে হেতু মামলা এখনও একক বেঞ্চে রয়েছে তাই সিরাজুলকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করল হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর