৮ বছর ধরে জেলবন্দি! খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট, বলল…

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালের অক্টোবর মাসে বর্ধমান শহর সংলগ্ন খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণ হারান দু’জন। এবার এই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্তকেই জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন জামিন দেওয়া হচ্ছে সেই কারণও জানিয়েছে শীর্ষ আদালত।

  • খাগড়াগড় কাণ্ডের অভিযুক্তকে জামিন হাইকোর্টের (Calcutta High Court)

এক দশক পুরনো এই ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্যতম হলেন আব্দুল কালিম ওরফে আজাদ। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের (Khagragarh Blast Case) অন্যতম অভিযুক্ত তিনি। ২০১৬ সালে একটি জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত এই আব্দুল কালিমকে গ্রেফতার করে পুলিশ। এবার তাঁকেই জামিন দিল হাইকোর্ট।

এই বিষয়ে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার ট্রায়াল শুরু হলেও বিচার প্রক্রিয়া কবে শুরু হবে তার ঠিক নেই। এদিকে ইতিমধ্যেই ৮ বছর ধরে জেলবন্দি অভিযুক্ত। সেই কারণে এবার তাঁর জামিন মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

আরও পড়ুনঃ পাল্টে গেল গরমের ছুটির নিয়ম! বড় পরিবর্তন আনল সুপ্রিম কোর্ট! জোর শোরগোল

হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিলেন আব্দুল কালিম। ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে নতুন করে এসটিএফের এক আধিকারিক অভিযোগ দায়ের করেন। তাঁদের কাছে নাকি খবর ছিল, ওপার বাংলার জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে আব্দুল কালিম যুক্ত ছিল। সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন সদস্য প্রচুর পরিমাণ বিস্ফোরক নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢোকার ছক কষছে। তাঁদের লক্ষ্য ছিল, উত্তর-পূর্ব ভারতের নানান জায়গায় নাশকতামূলক কাজ করা। জবিরুল ইসলাম নামে অসম থেকে ধৃত সংশ্লিষ্ট সংগঠনের এক সদস্যকে জেরা করে এই তথ্য পাওয়া গিয়েছে।

Calcutta High Court

এরপর এর ভিত্তিতে আব্দুল কালিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর কেটে গিয়েছে প্রায় ৮ বছর। এবার তাঁকেই জামিন দিল হাইকোর্ট (Calcutta High Court)। জাস্টিস বাগচি এবং জাস্টিস কান্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এত দিন কেটে গেলেও এর কোনও তদন্ত হয়নি।

এদিকে খাগড়াগড় বিস্ফোরক কাণ্ডে প্রথমে তদন্তভার ছিল পুলিশের হাতে। এরপর সিআইডি হয়ে তা কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-র কাছে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এখনও অবধি এই ঘটনায় ৮০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তদন্ত এখনও চলছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর