বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি, প্রাথমিক টেট সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে কয়লা এবং গরু পাচার মামলায় ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি। এর মাঝেই গত কয়েক মাসে সারদা কাণ্ড (Sarada Case) ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিন সেই বিতর্ক আরো বহু গুণে বাড়িয়ে সিবিআইকে (CBI) একটি চিঠি দিয়ে বসেন এ মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা। তাঁর মেয়ের উপর রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি (CID) ক্রমশ চাপ দিয়ে চলেছে বলে এদিন অভিযোগ করেন শর্বরী মুখোপাধ্যায়। আর এ বিষয়ে এবার বিজেপিকে মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
উল্লেখ্য, এদিন সিবিআইয়ের উদ্দেশ্যে দেবযানী মুখোপাধ্যায়ের মা একটি চিঠি প্রদান করেন, যেখানে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য দেবযানী মুখোপাধ্যায়ের ওপর সিআইডি চাপ দিয়ে চলেছে! সেই কথাটি এদিন তুলে ধরেছেন তার মা।
দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগ অনুযায়ী, গত ২৩ শে আগস্ট দেবযানীকে জিজ্ঞাসাবাদে স্বার্থে দমদম জেলে পৌঁছায় সিআইডি। সেই সময় তাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সামনে আনতে বলা হয়। এমনকি, দেবযানীকে রাজসাক্ষী হতেও নাকি বলা হয়েছিল বলে দাবি তার মা শর্বরী মুখোপাধ্যায়ের।
তিনি জানান, “শুভেন্দু এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে আমার মেয়েকে মিথ্যে বলতে বলা হয়েছিল। নাহলে ওকে একাধিক মামলায় ফাঁসিয়ে দেবে বলেছিল সিআইডি। তবে ও তাদের সেই দাবি মানেনি।”
এ সকল বিষয় সামনে আসতেই এদিন চাঞ্চল্য ছড়ায় গোটা বাংলায়। উল্লেখ্য, সারদা মামলায় শুভেন্দু অধিকারীর যোগসূত্র রয়েছে বলে অতীতে একাধিকবার অভিযোগ আনে সুদীপ্ত সেন। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের ষড়যন্ত্র রয়েছে বলেই পাল্টা অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। এদিন দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগের পর অবশেষে নড়েচড়ে বসে বিজেপি এবং কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানান বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সেই আবেদনের ভিত্তিতেই এবার বিজেপিকে হাইকোর্টে মামলা করার অনুমতি দিল আদালতের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।