‘৭ দিনের মধ্যে দিতে হবে…’! বকেয়া বেতন নিয়ে বিরাট নির্দেশ, হাইকোর্টের এক রায়ে তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ বেতন আটকে রাখা যাবে না। ৭ দিনের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। এবার কর্মীদের পক্ষে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রাপ্য বেতনের দাবিতে বহরমপুর পুরসভার একাধিক কর্মী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার তাঁদের পক্ষেই রায় দেওয়া হল।

৭ দিনের মধ্যে বকেয়া বেতন ফেরানোর নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)

এবারের লোকসভা নির্বাচনের আবহে হাত শিবিরকে সমর্থন করায় বহরমপুর পুরসভায় (Berhampore Municipality) কয়েকজন কর্মীর মাইনে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সদ্য প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury) নিজে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন।

যদিও তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার প্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দেন, যাদের মাইনে আটকানো হয়েছে, তাঁরা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন। হকের বেতন পেতে শেষে আদালতে যান সংশ্লিষ্ট কর্মীরা। এবার তাঁদের পক্ষে রায় দিল উচ্চ আদালত।

আরও পড়ুনঃ ১৮০ জনেরও বেশি! মমতার ক্ষোভের পরেই বিরাট নির্দেশ নবান্নর! কাদের বদলি হল?

আইনজীবী রবিউল ইসলাম বলেন, হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে পুরসভাকে সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। যদিও পুরসভার দাবি, নির্বাচনে কোন কর্মী কোন দলের হয়ে কাজ করেছেন তার ভিত্তিতে কারোর মাইনে আটকানো হয়নি। বরং যে সকল কর্মী ঠিকভাবে নিজেদের কাজ করছেন না, তাঁদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

Calcutta High Court

এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর জনগণের ওপর শাসক দলের এহেন প্রতিহিংসা কেবলমাত্র পশ্চিমবঙ্গেই দেখা যায়! অন্যদিকে পুর-প্রধান আবার উচ্চতর বেঞ্চে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, আদালতের নির্দেশ হাতে পেলে উচ্চতর বেঞ্চে যাওয়া হতে পারে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর