কালীঘাটের কাকুকে নিয়ে বড় খবর! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু (Kalighater Kaku) নামেই অধিক পরিচিত তিনি। ২০২৩ সালে তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। পরবর্তীতে নিয়োগ মামলাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। এবার এই কালীঘাটের কাকুকে নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন।

কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?

গত ১৮ ফেব্রুয়ারি সুজয়কৃষ্ণকে জামিন দিয়েছিল হাইকোর্ট। বেশ কিছু শর্ত বেঁধে সিবিআইয়ের মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয় ‘কাকু’কে। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিনের আবেদন মঞ্জুর করেছিল উচ্চ আদালত। এবার সেই জামিনের মেয়াদই আরও দু’মাস বাড়ানো হল।

এর আগে কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ ২২ এপ্রিল অবধি বাড়ানো হয়েছিল। এবার দ্বিতীয়বারের জন্য সেই মেয়াদ বৃদ্ধি করল আদালত। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhadra) অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন। চিকিৎসার কারণে জুন মাস অবধি তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে হাইকোর্ট। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুনঃ ঝড়বৃষ্টিতেও রেহাই নেই! দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা! একলাফে কতটা বাড়বে তাপমাত্রা?

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কালীঘাটের কাকুকে জামিন দেওয়ার সময় বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত বলেছিল, চিকিৎসার দরকার ছাড়া সুজয়কৃষ্ণ অন্য কোনও কারণে বাড়ির বাইরে বেরোতে পারবেন না, তিনি যে দু’টি মোবাইল ব্যবহার করছেন সেগুলির নম্বর সিবিআইকে (CBI) দিতে হবে, তাঁর বাড়িতে সবসময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এমনই বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল উচ্চ আদালত।

Recruitment scam Kalighater Kaku Sujay Krishna Bhadra goes to Calcutta High Court

মার্চ মাসের শেষ সপ্তাহ অবধি কালীঘাটের কাকুকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। এরপর তা ২২ এপ্রিল অবধি বাড়ানো হয়। এবার আরও দু’মাসের জন্য সেই মেয়াদ বৃদ্ধি করল উচ্চ আদালত। আগামী জুন মাস অবধি সুজয়কৃষ্ণের জামিনের মেয়াদ বাড়ালেন বিচারপতি ঘোষ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X