বাংলা হান্ট ডেস্কঃ ফের আদালতের কোপে রাজ্য সরকার! ফের একবার আদালতের (Calcutta High Court) নির্দেশ অবমাননার অভিযোগ। এবার নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় ক্ষুব্ধ আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের (West Bengal State Government) এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে বারংবার আদালত অবমাননার অভিযোগ। ক্ষুব্ধ হয়ে শেষমেষ এদিন গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি মান্থা। জানা গিয়েছে, আদালতের একাধিক নির্দেশ অমান্য করেন ওই সচিব। এরপরই প্রাণীসম্পদ বিকাশ দফতরের সচিব তলব করেছিল হাইকোর্ট।
শুক্রবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানে রাজ্যের আইনজীবী বলেন, বিবেক সহায় নিজের নামের বানান ‘V’ দিয়ে লেখেন, কিন্তু যে নোটিশ পাঠানো হয়েছে তাতে তার নামের বানান রয়েছে ‘B’ দিয়ে। রাজ্যের আইনজীবীর আরও দাবি, ‘বিবেক’ উচ্চারণটি আসে ঠোঁট থেকে, আর ‘ভিভেক’ উচ্চারণটি হৃদয় থেকে আসে।
রাজ্যের এহেন যুক্তি শুনে ভরা এজলাসেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি। বলেন, আদালতের নোটিশ গ্রহণ না করে বিবেক প্রমাণ করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করে চলেছেন। এসব মানা যায় না। একজন পদস্থ আমলার কাছ থেকে এই আচরণ গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে আমি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছি। এবার দেখি কোন উচ্চারণটা ঠোঁট থেকে বেরোয় আর কোনটা হৃদয় থেকে আসে।
আরও পড়ুন: এই মাসেই মিলবে বর্ধিত হারে DA, ফের কত শতাংশ বাড়ল? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে বিবেক কুমারকে পাকড়াও করে এজলাসে হাজির করার নির্দেশ দেন বিচারপতি মান্থা। বিধাননগর কমিশনারেটের পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এরপরই টনক নড়ে ওই আমলার। শুক্রবার বেলা ২টোর মধ্যে স্বতঃপ্রণোদিতভাবে আদালতে হাজির হন তিনি। এরপরই নিজের নির্দেশ ফিরিয়ে নেন বিচারপতি মান্থা।