রাতের ঘুম উড়ল আইনজীবীদের! বিচারকের সঙ্গে বিবাদ, হাইকোর্টের এক নির্দেশে তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ খোদ বিচারকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন কয়েকজন আইনজীবী। বনগাঁ আদালতের এই ঘটনায় কার্যত শোরগোল পড়ে যায়। এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারকের সঙ্গে বিবাদে জড়ানো আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল আদালত।

হাইকোর্টের (Calcutta High Court) এক নির্দেশে তোলপাড়!

বনগাঁ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সমীর দাস, আইনজীবী নরোত্তম ঘোষ, কৃষ্ণ ঘোষ, সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ বিশ্বাস ওরফে হান্স বিশ্ব, তাপস বিশ্বাস ও ল ক্লার্ক মনোজ সাহার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টের তরফ থেকে ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।

এই সম্বন্ধিত মামলা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে উঠেছিল। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখার পর আদালত অবমাননার রুল জারির নির্দেশ দেন। উচ্চ আদালত জানায়, আগামী চার সপ্তাহ পর এই মামলার শুনানির সময় উক্ত আইনজীবীদের জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননা সম্বন্ধিত কোনও পদক্ষেপ গ্রহণ করা হবে না।

আরও পড়ুনঃ ২ সপ্তাহের মধ্যে…! জ্যোতিপ্রিয়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের, তোলপাড় বাংলা!

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই বনগাঁ আদালতে কয়েকজন আইনজীবীর সঙ্গে বিচারকদের বিবাদ চলছে। যে কারণে বহু আইনজীবী একাধিক বিচারপতির এজলাসও বয়কট করেছেন। এমতাবস্থায় গত এপ্রিল মাসে বনগাঁ ফাস্ট ট্র্যাক ২ নং আদালতের বিচারকের সঙ্গে আইনজীবীদের একাংশ বিবাদে জড়িয়ে পড়েন। এবার এই নিয়েই বড় নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।

Calcutta High Court

বনগাঁ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সমীর দাসের দাবি, তিনি বারের পদে থাকার কারণে তাঁর নাম জড়ানো হয়েছে। বিচারকের সঙ্গে তাঁর কোনও বিবাদ হয়নি বলে দাবি করেছেন তিনি। অশান্তি সম্বন্ধে তিনি বলেন, আইনজীবীরা নিজেদের মধ্যে একটি বিবাদে জড়িয়ে পড়েছিলেন। বিচারক নিজে এসে এর মধ্যে পড়েন। তাঁর যা বলা হাইকোর্টে বলবেন বলে জানিয়েছেন বনগাঁ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর