মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট, তালিকায় রয়েছে আরও ২ জনের নাম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই তৃণমূল (Trinamool Congress) নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই এবার মদন মিত্রের (Madan Mitra) বিরুদ্ধে রুল জারি করল উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মদন সহ মোট ৩ জনের বিরুদ্ধে এই রুল জারি করেছে।

বড় নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা সিএসটিসির কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। সেই ট্রাস্টের চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেও তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। অথচ অবসরের পর যাতে কর্মচারীরা সুবিধা পান, সেই জন্য প্রতি মাসে কর্মীদের মাইনের একটি অংশ কেটে নেওয়া হয়। এই নিয়ে ২০২৪ সালে উচ্চ আদালতে এই মামলা হয়।

গত বছর জুলাই মাসে প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও টাকা না মেলায় ডিসেম্বর মাসে আদালত অবমাননার মামলা করা হয়। এরপর বেশ কয়েকবার মামলার শুনানি হয়েছে। গতকাল এই মামলার শুনানিতেই মদন সহ ৩ জনের বিরুদ্ধে রুল জারি করে আদালত।

আরও পড়ুনঃ আরও চাপে সন্দীপ ঘোষ, বড় হাতিয়ার পেয়ে গেল CBI! এবার ঘুরবে আরজি কর মামলার মোড়?

সিএসটিসির (CSTC) অবসরপ্রাপ্ত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় মদন, রাজ্যের অর্থ সচিব ও সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টরকে আগামী ৪ জুলাই কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মুখোপাধ্যায়।

Calcutta High Court

আদালত নির্দেশ দেওয়ার পরেও অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য পাওনা কেন মেটানো হয়নি? হাইকোর্টে সেকথা জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই সঙ্গেই কেন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না, সেটাও ব্যাখ্যা দিতে হবে মদন সহ বাকিদের।

উল্লেখ্য, তৃণমূলের হেভিওয়েট নেতা হওয়ার পাশাপাশি সিএসটিসির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র। এবার তিনি সহ মোট ৩ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেদিন আদালতে উপস্থিত হয়ে মদনরা কী বলেন সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X