বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রুল জারি হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) সহ উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী সাত জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে। এই নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ।
কী প্রতিক্রিয়া কুণালের? (Kunal Ghosh)
হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় এদিন রুল জারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজর্ষি ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চ। আদালতে দাঁড়িয়ে কুণাল আর্জি জানালেও কাজ হয়নি।
সোমবার এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, ঘটনার দিন তাঁর মক্কেল উপস্থিত ছিলেন না। রাজারহাটে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। কুণালের আইনজীবীরা বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি।” কিন্তু আরও জানানো হয়, “যেহেতু কোর্টের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং রবিবার রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সে কারণেই আমার মক্কেলের হলফনামা এখনও জমা হয়নি।”
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/G-hEwW3EhAw?si=a2EZ7EqqkkZeFyeD
আইনজীবীরা কুণালের হলফনামা জমা করার জন্য আর কিছুটা সময় চেয়ে নেন। এদিকে এদিন আদালতে সশরীরে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখতে দু’মিনিট সময় চাইলেও দেওয়া হয়নি। বিচারপতি বলেন, “আপনার আইনজীবী আছেন। আজকের এই পর্যন্ত থাক।” মামলার পরবর্তী শুনানি ১৬ জুন।
শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে কুণাল বলেন, “ওই দিন ওই বিক্ষোভের সময় আমি ছিলাম না।” কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থন করেন না বলে কুণাল জানান, “কোন যন্ত্রণা থেকে এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীরা ওই অসংযত আচরণ করেছেন, সেটা ওঁরা বলতে পারবে। ওই কাণ্ড আমি সমর্থন করি না।”
আরও পড়ুন: গুরুতর অভিযোগ! পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চাকরিহারাদের শিক্ষকদের! জোর শোরগোল
এরপরই বিরোধীদের তোপ দেগে কুণাল বলেন, “বিজেপি, বাম আর কংগ্রেস শুধুমাত্র আমাকে জড়ানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। তিন বিচারপতির বেঞ্চে আমার পূর্ণ আস্থা আছে। অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে, তাঁরা বুঝবেন।”