বিচারককে হেনস্থা! রাজ্যের ২১ আইনজীবী বিরুদ্ধে জারি রুল, তালিকায় কারা? বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়ম ভাঙার মাসুল! কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রোষানলে এবার কোর্টের ২১ জন আইনজীবী। যা কার্যত নজিরবিহীন। জানা গিয়েছে, বসিরহাট আদালতে বিচারককে (Basirhat Judge) হেনস্থার অভিযোগে বসিরহাটের ২১ আইনজীবীর উপর কোপ আদালতের। তালিকায় একজন সরকারি আইনজীবী সহ মোট ২১ জন আইনজীবী। তাদের সকলের বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট।

কড়া অবস্থানে কলকাতা হাইকোর্ট- Calcutta High Court

সোমবার বসিরহাট আদালতে এডিশনাল ডিট্রিক্ট জাজকে হেনস্তার মামলাটি উঠেছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রশিদি’র ডিভিশন বেঞ্চে। সেখানেই কড়া নির্দেশ দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই আইনজীবীদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল ইস্যু করে পদক্ষেপের সিদ্ধান্ত উচ্চ আদালতের।

এদিন গোটা ঘটনার ভিডিওগ্রাফি পেশ করা হয় আদালতে। যা দেখে কার্যত স্তম্ভিত দুই বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, নির্দেশ থাকলেও সরকারি আইনজীবী একটি পকসো মামলায় নিম্ন আদালতে সওয়ালপর্বে অংশগ্রহণ করেননি! যার দরুন পকসো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচারপ্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে।

মূল ঘটনা: বসিরহাট আদালতে একটি পকসো মামলার শুনানি চলছিল। অভিযোগ, সেই মামলায় আইনজীবীরা অংশ নেননি। এই বিষয়ে বিচারক কড়া বার্তা দিলে তাঁকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বিচারক।

Calcutta High Court

আরও পড়ুন: তদন্তের নামে হেনস্থার অভিযোগ! এবার খোদ পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা! তোলপাড় রাজ্য

অভিযুক্ত ওই আইনজীবীদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর