বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল জামানার আগে অর্থাৎ বাম আমলে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই দুর্নীতি নিয়ে আদালতের নির্দেশ না মানায় এবার রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সাফাই দিতে গিয়ে তৃণমূল পরিচালিত বোর্ড ডিপিএস-এর বর্তমান চেয়ারম্যান যদিও প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন। একইসাথে কাঠগড়ায় তুলেছেন বামেদেরও। অন্যদিকে এই সুযোগে বিজেপি আবার সরব হয়েছে বাম-তৃণমূলের সেটিং নিয়ে।
TMC পরিচালিত বোর্ডের চেয়ারম্যানকে তলব করল হাইকোর্ট (Calcutta High Court)
প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মঙ্গলবার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এখনও পর্যন্ত, ২০১০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল পুনর্গঠনের নির্দেশ কার্যকর না হওয়ায় এবার এমনই কড়া এই পদক্ষেপ নেওয়া হলো। হাইকোর্ট রুল জারি করতেই তা নিয়ে এবার জোর জল্পনা জলপাইগুড়ি জেলার রাজনৈতিক মহলে।
জানা যাচ্ছে, যার বিরুদ্ধে রুল জারি হয়েছে সেই তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায় কার্যত দায় ঝেড়ে বলেছেন, ‘পুরোটাই বাম আমলের। এই নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তিনজন প্রার্থী কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আপিল করেছিল। ২০১৬ সালে কোর্ট প্যানেলটিকে পুনর্গঠনের নির্দেশ দিয়েছিল। কিন্তু তখন যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা সঠিক পদক্ষেপ গ্রহণ করেননি। এপ্রসঙ্গে তাঁর স্পষ্ট দাবি, ‘আমি সেই সময় দায়িত্বে ছিলাম না। আমি দায়িত্ব নিয়েছি ২০২১ সালে। কিন্তু যেহেতু চেয়ারম্যান সেই কারণেই আমাকে ২০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে হাজির হতে হচ্ছে।’
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের মতোই আইসিএসই-তেও এবার ‘বেস্ট অফ ফাইভ’! কবে থেকে চালু হচ্ছে?
আদালতের নির্দেশের পর প্রতিক্রিয়া এসেছে বামেদের পক্ষ থেকেও। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এপ্রসঙ্গে বলেছেন, ‘ওই সময় সংস্থার আধিকারিকেরা দুর্নীতি করেছেন। এটা আদালতেই প্রমাণিত। প্রকৃত মেধা মার খেল। তৃণমূল পরিচালিত বোর্ড আদালতের (Calcutta High Court) নির্দেশ কার্যকর করেনি। তাই তৃণমূল যে সর্বদাই দুর্নীতি করছে তা আবার প্রমাণিত।’
অন্যদিকে এই সুযোগে বাম-তৃণমূল উভয়কে একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিরোধীপক্ষ বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ এপ্রসঙ্গে বলেছেন,’আমরা সবসময় বলেছি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। আবার সেটা প্রমাণিত হলো। বাম আমলে নিয়োগ দুর্নীতি হয়েছে। তা নিয়ে আদালত নির্দেশ দিয়ে দিয়েছিল। কিন্তু তৃণমূল পরিচালিত বোর্ড তা ধামাচাপা দিয়েছে। আমাদের সাফ দাবি যোগ্যরা চাকরি পাক।’