বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে হোক বা পরে কাটমানি ইস্যুতে বিরোধীদের কটাক্ষের জেরে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে (Trinamool Congress)। এবার সেই অস্বস্তি আরও কিছুটা বাড়ল। কারণ সরাসরি আদালতে (Calcutta High Court) কাটমানির প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হল বিচারপতি হরিশ ট্যান্ডন (Harish Tandon) এবং সৌমেন সেনের (Soumen Sen ) ডিভিশন বেঞ্চ। বর্তমানে রাজ্যের হোম গুলির কি অবস্থা তাই নিয়ে জুন মাসেই স্বপ্রণোদিত মামলা দায়ের করেছিল আদালত।
১৪ জুন অবধি হোম গুলিতে প্রায় ৩০ জন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় আদালত। যার জেরে কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয় এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই এবার বিচারপতিরা প্রশ্ন তুললেন, হোমগুলির টেন্ডার নিয়ে। কারণ দেখা গিয়েছে একটি হোমের শুধু নিচের তলাটুকু বানাতে ৩.৪১ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে।
এটি দেখার পরেই বিচারপতিরা প্রশ্ন তোলেন, তবে কি এখানেও কাটমানি? নির্মাণের টাকা থেকে ‘কাটমানি’ নিয়ে প্রোমোটারের নিজেদের জন্য ‘রাজ প্রাসাদ’ বানাচ্ছেন? সাথে সাথে এ দিন সরকারের কাছে কোন হোম কোন পরিস্থিতিতে রয়েছে তারও বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত। বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে প্রতিটি টেন্ডার নিয়েও। কার্যত আদালতে আজ যে ফের একবার ধাক্কা খেলো রাজ্য সরকার তা বলাই যায়।
বিচারপতি সৌমেন সেন এবং হরিশ ট্যান্ডনের প্রশ্ন খুবই সহজ। ৩ কোটি ৪১ লক্ষ টাকা যদি শুধুমাত্র হোমের নিচের তলা তৈরি করতে খরচ হয়, তবে সেখানে অব্যবস্থা কেন? কেন সেই হোমগুলি থেকেই করোনা আক্রান্ত হবেন ৩০ জন। এখন আগামী দিনে এর কি উত্তর দেয় রাজ্য সরকার এবং অন্যান্য টেন্ডার গুলি থেকে আর কোন বড় তথ্য বেরিয়ে আসে কিনা সে দিকেই নজর থাকবে সকলের।