বিচারপতি সিনহার স্বামীকে বারবার তলব! CID-র গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলির

বাংলা হান্ট ডেস্ক : সম্পত্তি সংক্রান্ত বিবাদের মামলায় CID-র তলব পৌঁছেছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে-র বাড়িতে। দিনকয়েক আগেই CID অফিসে রাত্রি ১১টা পর্যন্ত জেরা করা হয় তাকে। আর তারপরেই বিষ্ফোরক দাবি করেছিলেন আইনজীবী প্রতাপচন্দ্র (Pratap Chandra Dey) । আর এবার তাকে নিয়েই বিশেষ আগ্রহ প্রকাশ করলেন হাইকোর্টের (Calcutta High Court) অপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

উল্লেখ্য, এর আগে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে নিয়োগ দুর্নীতির মামলাগুলি সরিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তা নিয়ে বেশ সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। আর এবার সেই বিচারপতি সিনহার ব্যাপারেই এজলাসে বসে প্রশ্ন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাথে প্রশ্ন তুললেন CID-র কার্যপদ্ধতি নিয়েও।

আসলে এইদিন একটি মামলায় অভিজিৎ গাঙ্গুলির এজলাসে হাজির ছিলেন নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। সেই সময় বিচারপতি বলেন, ‘রাজ্যে অনেক রকম সমস্যা চলছে। সে সব দিকে নজর দিতে হবে আপনাকে। আপনার সেই ক্ষমতা আছে।’ সেই সাথে অমৃতা সিংহের স্বামীর প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায়। কেন বলুন তো? এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা?’

আরও পড়ুন : বাইরনের বাড়ি থেকে উদ্ধার হল টাকার পাহাড়! ম্যারাথন তল্লাশির পর হিসেব দিলেন খোদ বিধায়ক

এখানে বলে রাখা ভালো যে মামলায় আইনজীবী প্রতাপচন্দ্র দে-র নাম উঠে এসেছে তা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, এক বিধবা বৃদ্ধার সম্পত্তি সংক্রান্ত মামলায় তিনি প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। বাণী রায় চৌধুরী নামক মহিলা রিট পিটিশন দিয়ে প্রতাপের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এরপরেই সর্বোচ্চ আদালত সিআইডি-কে নির্দেশ দেয়, বিষয়টি খতিয়ে দেখতে।

আরও পড়ুন : ‘দ্রুত নিয়োগ চাই’, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের, তুলে নিয়ে গেল পুলিশ

শুক্রবার সুপ্রিম কোর্টের এই ‘নির্দেশ’ প্রসঙ্গেও সওয়াল করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিশোর দত্তকে তিনি বলেন, ‘সিআইডি একটু বেশিই তৎপর এই মামলাটি নিয়ে। সুপ্রিম কোর্ট তো সিআইডিকে কত নির্দেশই দেয়। কই, তাদের তো এত সক্রিয় হতে কখনও দেখা যায়নি।’ এইদিন বিষয়টিকে এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করেছেন কিশোর দত্ত। ওদিকে সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রতাপচন্দ্র দে।

আরও পড়ুন : সরকারি কর্মচারীদের ‘ললিপপ’ দেওয়া হল! DA বৃদ্ধির ঘোষণায় বড় ফাঁকি, বুঝিয়ে দিলেন শুভেন্দু

justice sinha justice abhijit ganguly 768x402.jpg

এইদিন একটি চিঠিতে বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপচন্দ্র দে দাবি করেন, ‘একাধিক অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করেন। শুধুই আমার স্ত্রী এবং তার ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন করা হয়। অফিসাররা আমাকে বলেন, তারা মামলার বিষয়ে আগ্রহী নন। তারা শুধু আমার স্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর চান।’ এমনকি, টাকা, গাড়ি-বাড়ির টোপও দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। যদিও সিআইডি-র তরফে প্রেস বিবৃতি করে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর