বাংলা হান্ট ডেস্কঃ ফের স্বমহিমায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি নির্মাণ একেবারেই বরদাস্ত নয়। ‘বেআইনি ভাবে তৈরি হলে আমার বাড়িও ভেঙে দিন’, বৃহস্পতিবার হাইকোর্টে (Calcutta High Court) নির্মাণ সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।
অবৈধ নির্মাণ মামলা
প্রসঙ্গত, হাওড়ার লিলুয়ায় এক প্রোমোটারের তৈরী বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার আবেদন জানিয়ে আগেই হাইকোর্টে অভিযোগ উঠেছিল। সেই মামলায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। পরে ওই মা। মামলা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গেলেও জাস্টিস সিনহার রায়ই বহাল থাকে।
প্রোমোটার ও ওসিকে আদালতে হাজিরার নির্দেশ
এদিকে মামলাকারী সন্ধ্যা ঘোষের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর বহু সময় পেরিয়ে গেলেও নির্মাণ এখনও ভাঙা হয়নি। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা উঠলে তিনি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয়, অভিযুক্ত প্রোমোটারকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জাস্টিস গাঙ্গুলি বলেন, “তাকে কোথাও না পাওয়া গেলে, নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে। ”
আরও পড়ুন: ‘আপনাকে মমতার নাম বলতে কে চাপ দেয়?’, বাংলা হান্টের সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ
জানা গিয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটের মধ্যে অভিযুক্ত প্রোমোটর পার্থ ঘোষ ও এজলাসে লিলুয়া থানার ওসি হাজিরার নির্দেশ বিচারপতি গাঙ্গুলি। প্রসঙ্গত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর গত ৪ সেপ্টেম্বর বালি পুরসভার তরফে বেআইনি নির্মাণ ভাঙতে যাওয়া হয়। তবে পুলিশের সাহায্য ছাড়া সেই নির্মাণ ভাঙা সম্ভব নয় বলেই জানিয়ে দেয় পুরসভা।
‘বেআইনি হলে আমার বাড়িও ভেঙে দিন’
এই মামলায় বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে তিনি বলেন, “একটাও বেআইনি নির্মাণ কোথাও রাখা যাবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয় তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।”