বাংলা হান্ট ডেস্কঃ ফের অ্যাকশনে বিচারপতি অমৃতা সিনহা। গত সপ্তাহেই ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে মিথ্যে অভিযোগ করায় হাইকোর্টের (Calcutta High Court) শাস্তির মুখে পড়েছিলেন মামলাকারী। আর এবার মামলা দায়ের করেও প্রত্যাহার করে আদালতের সময় নষ্ট করার জন্য জরিমানা করলেন জাস্টিস সিনহা (Justice Amrita Sinha)।
আদালতের সময় নষ্ট করায় ক্ষুব্ধ হাইকোর্ট। জানা গিয়েছে, ভাঙরের দাপুটে তৃণমূল নেতা সওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যক্তি। পরে তিনি নিজেই সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আর মামলাকারীর এই আচরণেই ক্ষুব্ধ হাইকোর্ট। এভাবে মামলা করে পরে তুলে নেওয়ায় আদালতের সময় নষ্ট হয়েছে। তাই শাস্তি হিসেবে করা হয়েছে জরিমানা।
ভাঙরের একটি ঘটনায় তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। বেশ কিছুদিন ধরে সেই মামলাও চলে। তবে পরে তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি নিজেই। মঙ্গলবার এই ঘটনায় মামলাকারীকে জরিমানার নির্দেশ দিলেন জাস্টিস সিনহা। ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: ‘এবার সত্যিটা সবার সামনে আনা দরকার’, প্রাথমিকের মামলায় যা হল কলকাতা হাইকোর্টে…
পাশাপাশি সেই জরিমানার টাকায় কী হবে তাও জানিয়েছেন বিচারপতি। জাস্টিস সিনহার নির্দেশ, জরিমানার টাকায় হাইকোর্ট চত্বরে বড় গাছ লাগাতে হবে। কোনও ফুলের গাছ বা পাতাবাহার নয়, যে গাছ ভবিষ্যতে অনেক বড় বৃক্ষ হয়ে উঠবে এমন গাছ লাগাতে হবে। এ বিষয়ে বন দফতরের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছেন বিচারপতি সিনহা।