বাংলা হান্ট ডেস্কঃ কোনও ভাবেই কাজে বাধা দেওয়া যাবে না। মামলা হতেই এই নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন সকালে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে একটি রিট পিটিশন (Writ Petition) দাখিল করা হয়েছিল। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা (Jusice Amrita Sinha)।
আর কী বলল হাইকোর্ট (Calcutta High Court)?
বৃহস্পতিবার সকালে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সদস্য তথা পরিচালক বিদুলা ভট্টাচার্য। এই নিয়ে একটি সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, আমি ফেডারেশনের কিছু নিয়মের বিরুদ্ধে। বদল আনতে বহুবার কমিটি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাও হয়নি।
বিদুলা (Bidula Bhattacharjee) জানান, তিনি একজন ইনডিপেন্ডেন্ট ফিল্মমেকার। তাঁর পিছনে বড় প্রযোজক থাকে না। কিন্তু তাই বলে তিনি নিজের পছন্দসই কলাকুশলী, ছোট ক্রু নিয়ে কাজ করতে পারবেন না? তাঁর মতো পরিচালকদের ওপর জোর করে লোকজন চাপানো যেতে পারে না। এর বিরুদ্ধেই উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ‘কাটমানি খাওয়ায় সিদ্ধহস্ত তৃণমূলের নেতা-কর্মী’! ভিডিও শেয়ার করে ‘পর্দাফাঁস’ করলেন শুভেন্দু
এদিন বিচারপতি অমৃতা সিনহা শুনানি করেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইন্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, পরিচালক বিদুলা ভট্টাচার্যের কাজে যেন কোনও ভাবে বাধা না দেওয়া হয়।
অন্যদিকে রাজ্য এদিন স্বীকার করে নেয়, কোনও কমিটি তৈরি করা হয়নি। এর প্রেক্ষিতে FCTWEI-এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা রাজ্য কর্তৃপক্ষকে আদালতের (Calcutta High Court) সামনে উপস্থাপিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে।
এই বিষয়ে একটি সংবাদমাধ্যমের তরফ থেকে বিদুলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শুনানিতে খুশি। আমি আশা করি এই রায় আমার মতো ইনডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের আরও একটু সাহস জোগাবে’। এই বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তরফ থেকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি ফোন তোলেননি।