‘দ্রুত লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ডিরেক্টর, কর্মীদের টাকার উত্‍স জানান’, ED-কে কড়া নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে শোরগোল। একদিকে আদালতে চলছে একের পর এক মামলা, যোগ্য প্রার্থীরা রাত কাটাচ্ছে রাস্তায়। আর অন্যদিকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে ইডি, সিবিআই। গতকাল নিয়োগ দুর্নীতিরই একটি মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) মন্তব্য, দুর্নীতির রিপোর্ট অনেকটা মৌচাকের মতো বহুমুখী।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর রিপোর্ট দেখে বিচারপতি সিনহার মন্তব্য, এই রিপোর্ট অনেকটা মৌচাকের মতো বহুমুখী। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে। সুপ্রিম কোর্টও দুর্নীতির তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করার জন্য নির্দেশ দিয়েছে। গতকাল আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক রিপোর্ট দেখেই বিস্ময় প্রকাশ করেন জাস্টিস সিনহা।

   

গতকাল এই মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য, “গলাকাটা দামে সরকারি চাকরি বিক্রি হয়েছে। যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে, তার পরিমাণ নিঃসন্দেহে চমকে দেবে। টাকা এক হাত থেকে আরেক হাতে টাকা গিয়েছে। বিভিন্ন স্তরে টাকার হাতবদল হয়েছে। এক হাত থেকে আরেক হাতে, এক দফতর থেকে আরেক দফতরে পৌঁছেছে।’

এরপরই বিস্ফোরক মন্তব্য করে বিচারপতি বলেন, ‘শুধুমাত্র এ রাজ্যই নয়, পড়শী রাজ্যের বাইরেও টাকা পাচার হয়েছে। অপরাধের তীব্রতা রীতিমতো শকিং।” অত্যাধিক হারে বিক্রি হয়েছে সরকারি চাকরি। নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে জমা পড়া ইডি ও সিবিআই এর রিপোর্ট দেখে এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার।

sinha a

আরও পড়ুন: ‘গলাকাটা’ দামে বিক্রি হয়েছে সরকারি চাকরি! টাকার পরিমাণ চমকে ওঠার মতো: জাস্টিস সিনহা

তবে বিচারপতি স্পষ্ট করে জানিয়েছেন, “যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এখনই রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না।” বিচারপতির পর্যবেক্ষণ, তদন্ত দ্রুত শেষ করে ট্রায়াল শুরু হওয়া উচিৎ। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট তদন্তকারী সংস্থাকে সংগ্রহ করার নির্দেশ দেয় আদালত। বিচারপতির নির্দেশ, পরবর্তী শুনানিতে, ইডি-সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে অবশ্যই উল্লেখ থাকবে লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ডিরেক্টর, কর্মীদের টাকার উত্‍স।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর