‘ওনাকে কেন এখনও গ্রেফতার করা হয়নি?’, ভরা এজলাসে কার গ্রেফতারির কথা বললেন জাস্টিস সিনহা?

বাংলা হান্ট ডেস্কঃ কড়া কড়া নির্দেশ, কোনো রাজনৈতিক শক্তিকে ভয় না করে একাধিক মামলায় নিজের কঠোর অবস্থানের জন্য সর্বদা চর্চার শিরোনামে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। বেআইনি নির্মাণ হোক কিংবা নিয়োগ দুর্নীতি বা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, সমস্ত ক্ষেত্রেই কড়া হাতে নির্দেশ দিয়ে নজির গড়েছেন বিচারপতি। এবার তার মুখে উঠে এল আর জি কর (RG Kar) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) গ্রেফতারির প্রসঙ্গ।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। পলিশের অনুমতি না থাকা সত্ত্বেও নবান্ন অভিযান করে ‘অশান্তি’ ছড়ানোর অভিযোগে কর্মসূচীর আহ্বায়ক ছাত্রনেতা সায়ন লাহিড়ীকে (Sayan Lahiri) গত বৃহস্পতিবারই গ্রেফতার করে পুলিশ। সেই গ্রেফতারির বিরোধীতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সায়ন। সেই মামলার শুনানিতেই আর জি কর ইস্যু উঠে আসে বিচারপতি সিনহার মুখে।

শুক্রবার এই জামিন মামলার শুনানিতে ভরা এজলাসে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন। বলেন, ‘আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করা হয়নি? আরজি কর ঘটনার প্রতিবাদেই ওই কর্মসূচি। ফলে গোটা ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ কখনই দায় এড়াতে পারেন না। এখনও পর্যন্ত তাকে কী হেফাজতে নিয়ে কোনোরকম জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ? ‘ পাশাপাশি সায়ন লাহিড়ীকে মুক্তির নির্দেশ দেন জাস্টিস সিনহা (Justice Amrita Sinha)।

calcutta high court

আরও পড়ুন: একজোটে নিয়োগ শুরু! শিক্ষক দুর্নীতির আবহেই প্রাথমিক নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

প্রসঙ্গত, গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। গোটা ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি গুচ্ছ গুচ্ছ প্রশ্ন ওঠে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকায়। আদালতের নির্দেশে এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্টে চলছে মামলা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর