‘আর কতদিন..,’ শিক্ষকদের মামলায় রাজ্যেকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক বদলির ‘উৎসশ্রী পোর্টাল’ ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে রাজ্যে। যার জেরে আটকে রয়েছে সবস্তরের শিক্ষকদের বদলি। এদিকে হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। কিছুদিন আগেই এই নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) তোপের মুখে পড়েছিল রাজ্য। অনলাইন’ পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের (Teachers) অফলাইনে বদলির আবেদনের প্রক্রিয়াকে আইনি বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

শিক্ষক বদলির মামলায় নয়া নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)

পাশাপাশি আবেদন করার কত দিন পর সেই আবেদনকারীর বদলি হবে? সেই প্রশ্নও তুলেছিল উচ্চ আদালত। সোমবার এই সংক্রান্তই একটি মামলার শুনানিতে রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

   

কিছুদিন আগে এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন, পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয়া থেমে থাকবে এমনটা হতে পারে না। পর্ষদকে অফলাইনে বদলি আবেদন গ্রহণ করে তা কার্যকর করতে হবে। এরপর এই সংক্রান্ত মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

সোমবার শিক্ষকদের বদলি সংক্রান্ত একট মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে। তবে সেগুলি কার্যকর করার জন্য একাধিক তথ্য প্রয়োজন। সেই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা সম্ভব নয়। তাই রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার আবেদন জানিয়েছে পর্ষদ। তবে রাজ্য এখনও কোনো জবাব দেয়নি।

Calcutta High Court

আরও পড়ুন: পার্থ-কাকু-মানিক! তিন জন মিলে কী করেছিল? নিয়োগ দুর্নীতিতে ED-র হাতে হোয়াটস অ্যাপ চ্যাট

এরপরই এদিন মামলার শুনানিতে ঠিক কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানানো নির্দেশ দেন বিচারপতি সিনহা। একবার সেই তথ্য এলে তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন বিচারপতি। আগামী মাসে ফের মামলার শুনানি রয়েছে হাইকোর্টে (Calcutta High Court)।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর