বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন ফলাফল ঘোষণা দিন ডেবরায় সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপি। সেই ঘটনার জেরে পুলিশের হাতে গ্রেফতার হন গেরুয়া শিবিরের এক কর্মী। পরবর্তীতে পুলিশি হেফাজতে থাকাকালীন প্রাণ হারান ওই ব্যক্তি। মঙ্গলবার এই নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল ওই BJP কর্মীর পরিবার।
পুলিশি হেফাজতে প্রয়াত ওই BJP কর্মীর নাম সঞ্জয় বেরা (৪২)। আদালতের কাছে তাঁর পরিবার বলেন, ‘গত ৪ জুন ডেবরায় সংঘর্ষের পর সঞ্জয়কে যখন গ্রেফতার করা হয়, সেই সময় তাঁর শরীরে কোনও চোটের চিহ্ন ছিল না। তবে এরপরের দিন যখন তাঁকে আদালতে পেশ করা হয় সেই সময় তাঁর মাথায় ব্যান্ডেজ দেখা যায়’।
Custodial Death of @BJP4Bengal Karyakarta due to Mamata Police Brutality.
Name – Sanjoy Bera
Age – 42
Address – Purushottam Nagar, Debra; Paschim Medinipur DistrictPolice arrested him on 4th June after TMC-BJP scuffle. Was sent to Judicial Custody. Got admitted to Medinipur… pic.twitter.com/ZpnyfTiL7X
— Suvendu Adhikari (@SuvenduWB) June 18, 2024
সঞ্জয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল? তা খতিয়ে দেখার জন্য CBI-র হাতে তদন্তভার তুলে দেওয়ার আর্জি জানিয়েছে তাঁর পরিবার। সেই সঙ্গেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালে প্রয়াত BJP কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের আর্জিও জানানো হয়েছে। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) এই নিয়ে মামলার করার অনুমতি দিয়েছেন। দুপুর ২টো নাগাদ জাস্টিস সিনহার এজলাসেই ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গতকালই এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মমতা পুলিশের অত্যাচারে BJP কার্যকর্তার পুলিশি হেফাজতে মৃত্যু’। নন্দীগ্রামের বিধায়কের সংযোজন, ‘পুলিশ ৪জুন তাঁকে গ্রেফতার করেছিল। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়। এরপর ফের মেদিনীপুরের প্রেসিডেন্সি জেলে তাঁকে নিয়ে আসা হয়। এরপর ফের ১১ জুন পিজি হাসপাতালে ভর্তি করাতে হয়। ৭ দিন পর, মঙ্গলবার তাঁর মৃত্যু হয়’।
এই বিষয়ে সরব হওয়ার পাশাপাশি এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে CBI তদন্ত কিংবা বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলেন শুভেন্দু। সেই সঙ্গেই পুলিশের সাহায্যে রাজ্যের বিরোধীদের চুপ করানোর অভিযোগও এনেছিলেন তিনি। এবার এই নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন সঞ্জয়ের পরিবার।