অভিযোগ উঠেছিল মনোনয়নপত্র বিকৃত করার! এবার সেই BDO-কে চরম শাস্তি দিলেন বিচারপতি সিনহা

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) অনিয়ম নিয়ে কড়া পদক্ষেপ আদালতের। ভোটের আগেই উলুবেড়িয়ার ২ (Uluberia 2) নম্বর ব্লকের দুই সিপিএম (Communist Party of India) প্রার্থীর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। প্রশ্ন উঠেছিল, উলুবেড়িয়ার বিডিওর ভূমিকা নিয়েও। সেই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে এবার বিচারপতি অমৃতা সিনহা, ওই বিডিওকে (Block Development Officer) সাসপেন্ড করার নির্দেশ দিলেন।

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত বিকৃতি ঘটানো হয়েছে। তারপর স্ক্রুটিনিতে তা বাদ দিয়ে দেওয়া হয়। এই নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানাতে যান তাঁরা। কিন্তু তাঁদের কথায় কর্ণপাত করেননি ওই আধিকারিক।

এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই সিপিএম প্রার্থী। বিচারপতি অমৃতা সিনহা এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। যা পঞ্চায়েত নির্বাচনে এক নজিরবিহীন ঘটনা ছিল। যদিও পরে ডিভিশন বেঞ্চ বিচারপতি সিনহার নির্দেশের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেয়।

vote alcutta high court

সেইসঙ্গে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব রায়ের বেঞ্চ জানিয়ে দেয়, আদালতের নজরদারিতেই রাজ্য পুলিসকে এই তদন্ত করতে হবে। এ ব্যাপারে হাইকোর্টের তরফ থেকে একটি কমিশনও গড়ে দেওয়া হয়েছিল।

পরে উলুবেড়িয়ার বিডিওর বিরুদ্ধে ফের হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, অভিযুক্ত বিডিওকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম থেকে সরানোর হোক। বৃহস্পতিবার বিচারপতি সিনহার এজলাসে এই মামলা ওঠে। শুনানি শেষে বিচারপতি সিনহা উলবেড়িয়ার বিডিওকে নির্বাসনে পাঠাবার নির্দেশ দেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর