‘যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিন..,’ ভরা এজলাসে বিরাট নির্দেশ জাস্টিস সিনহার, তোলপাড় হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতারির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। জাস্টিস সিনহার এজলাসে সেই মামলা উঠতেই এল বিরাট নির্দেশ। মন্ত্রী অরূপ (Minister Arup Roy) রায়ের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করা সেই যুবককে নিঃশর্ত জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জামিনে মুক্তি পেলেন পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি।

ঠিক কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে?

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে মামলা উঠলে পুলিশি তদন্তের ওপরও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি যুবকের বাজেয়াপ্ত করা মোবাইল ফোনও তাকে ফিরিয়ে দেওয়ার সাফ নির্দেশ হাইকোর্টের।

   

গত সপ্তাহের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বৈঠক করে দুর্নীতি ও অন্যান্য ইস্যু নিয়ে কথা বলার সময়ই সোশ্যাল মিডিয়ায় সেই লাইভ সম্প্রচারের ভিডিওতে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিযুক্ত যুবক সুলতান। মূলত তার নিশানায় ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ তৃণমূল নেতারা। শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। আর তাতেই তড়িঘড়ি শাস্তি।

সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন ওই যুবক, এই কারণ দেখিয়ে হাওড়া নিবাসী এরশাদ সুলতানকে গ্রেফতার করে পুলিশ। গত ৩০ জুন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এর পরেই বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ওই ব্যক্তির স্ত্রী। স্ত্রীর অভিযোগ ছিল মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য মন্তব্য করায় তার স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

Calcutta High Court

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে DA মামলায় জোর ধাক্কা বাংলার সরকারি কর্মীদের, বেজায় খুশি রাজ্য সরকার

এই মামলার আগের শুনানিতেই প্রশ্ন তুলে জাস্টিস সিনহা বলেছিলেন, কোনও নাগরিক ক্ষোভ জানালেই কি পুলিশ তাকে গ্রেফতার করবে? পুলিশের এই গ্রেফতারিতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। এদিন সেই ব্যক্তিকেই নিঃশর্ত মুক্তির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর