জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস! শুনেই রনং দেহি মুডে জাস্টিস সিনহা, এল বিরাট নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ ফের কড়া অ্যাকশনে বিচারপতি সিনহা। নদিয়ার পলাশীপাড়ায় ব্যক্তিগত জমি দখল করে পার্টি অফিস গড়ে তুলেছে তৃণমূল (Trinamool Party Office)। এই অভিযোগেই মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) সাফ নির্দেশ, আগামী ২০ দিনের মধ্যে মামলাকারীকে তার জমি ফিরিয়ে দিতে হবে।

এদিন আদালতে মামলাকারীর আইনজীবী জানান, পলাশীপাড়ার ওই জমিটি দোকান করবেন বলে কিনেছিলেন তার মক্কেল। তবে সেই জমি জবরদখল করে পার্টি অফিস গড়ে তোলে তৃণমূল। নিজের কেনা জমি ফেরত চাইতে গেলে উল্টে তার মক্কেল অনুশ্রী ঘোষ চৌধুরীর কাছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্যরা ২০ লক্ষ টাকা দাবি করেন বলেও অভিযোগ তোলেন আইনজীবী।

পাল্টা প্রধান ও জেলা পরিষদের সদস্যরা আদালতে জানান ওই জমি বহুদিন ফাঁকা পড়েছিল। তাই পার্টি অফিস তৈরি করা হয়। এরপরই আগামী ওই জমির ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। শুধু তাই নয়, ওই জমিতে নির্মাণ কাজের অনুমতি কে দিয়েছিল, সেকথাও আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

high court justice sinha

আরও পড়ুন: ‘আরও একসপ্তাহ..,’ মিলল অনুমতি, ভিন্ন মুহূর্তের সাক্ষী বিচারপতি অমৃতা সিনহার এজলাস

এদিন জমি সংক্রান্ত ওই মামলার শুনানিতে স্থানীয় বিএলআরওকে (BLRO) মামলাকারীর জমি চিহ্নিত করে ফেরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নয় কিছুদিন আগেই খাস কলকাতার নিউটাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিনহা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর