প্রাথমিকে চাকরি গেল আরও ১৪০ জনের! বেতনও বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক (Primary) নিয়োগ মামলায় ফের বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। পূর্বেই এই মামলায় বাতিল হয়েছিল ৫৩ জনার চাকরি। সেই রেশ বজায় রেখে বুধবার নতুন করে আরও ১৪০ জনের চাকরি বাতিল করল আদালত।

বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি ইস্যুতে জেরবার রাজ্যসরকার। একের পর এক দুর্নীতি মামলায় ছেয়ে গেছে বঙ্গের মাটি। একদিকে মহানগরীর রাজপথে চলছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের অনশন, আন্দোলন। অন্যদিকে আদালতে চলছে পাহাড়প্রমান মামলা। সেই মামলার গুলিরই একের পর এক শুনানি দিচ্ছে কলকাতা হাইকোর্ট। গত বছর ২৩ ডিসেম্বর ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি। পূর্বেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মোট ২৬৯ জনকে বরখাস্তের কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এরপর সেই শুনানিতে প্রথম দফায় বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা তদন্ত করে মোট ৫৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, এদের মধ্যে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয় আদালত তরফে।

justice ganguly

অন্যদিকে, নতুন বছর পরতেই এদিন আরও ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি হয় আদালতে। সেই সমস্ত নথি পর্যালোচনা করে তাঁদের মধ্যে ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে উন্নীত হয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এদিন এজলাসে ক্ষোভপ্রকাশও করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, ট্রিকস করে হাই কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর