বাংলা হান্ট ডেস্কঃ মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োজিত হলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অন্যতম প্রবীণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় (Justice Indra Prasanna Mukerji)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম দ্বারা মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস মুখোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।
এর আগে গত জুলাই মাসে বিচারপতি তাশি রাবস্তানকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল কলেজিয়াম। এবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হল। মঙ্গলবার পূর্বের সিদ্ধান্ত বদল করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম জানায় বিচারপতি রাবস্তানের পরিবর্তে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি করা হচ্ছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়কে।
১৯৬৩ সালের ৬ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তার বাবা এবং মা -দুজনেই ছিলেন নামী আইনজীবী। সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজ থেকে পড়াশোনা শেষ করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন। ১৯৯০ সাল নাগাদ আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে যোগদান করেন। ২০০৭ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্থায়ী বিচারপতি হন। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করবেন।
আরও পড়ুন: পুজোর আগেই ভয়াবহ বন্যার আশঙ্কা! জেলায় জেলায় শীর্ষ আধিকারিকদের পাঠাচ্ছে নবান্ন! বাড়ছে উদ্বেগ
গোটা দেশের হাইকোর্টের বিচারপতিদের মধ্যে সিনিয়রিটির দিক থেকে সাত নম্বরে রয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। ইন্দ্রপ্রসন্নবাবু ছাড়াও বিচারপতি সুরেশ কুমার কাইতকে মধ্যপ্রদেশ হাই কোর্ট, জিএস সন্ধ্যাওয়ালিয়াকে হিমাচল প্রদেশ হাই কোর্ট এবং তাশি রাবস্তানকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট।