জালিয়াতির ওপর জালিয়াতি! মামলা হতেই কড়া নির্দেশ দিয়ে দিল ‘ক্ষুব্ধ’ কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ লক্ষাধিক টাকার প্রতারণা! বেআইনি অর্থ লগ্নি সংস্থার জালিয়াতির টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তাতেই কড়া নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচির (Justice Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চ।

অভিযুক্তদের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টের (Calcutta High Court)

বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা ফেরাতে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির সঙ্গে উল্টে প্রতারণা করে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বাবা-ছেলের বিরুদ্ধে। অভিযোগ, লগ্নিসংস্থা এমপিএসের অবৈধ কারবারের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে আদালত নিযুক্ত কমিটির সঙ্গে প্রতারণা করেছেন দুই অভিযুক্ত।

জানা যাচ্ছে, এই বিষয়টি এমপিএসের (MPS) প্রতারিত আমানতকারীদের সংগঠনের কয়েকজন সদস্যের চোখে প্রথমে পড়েছিল। এরপর এই নিয়ে তালুকদার কমিটির তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্ত শুরু হওয়ার পর জানা যায়, অভিযুক্তরা একটি অ্যাপের মাধ্যমে নিজেদের নামে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে প্রথমে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা তুলে নিয়েছিলেন। এরপর প্রায় ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেন তাঁরা।

আরও পড়ুনঃ ভোট চাইতে নয়! মানুষের দাবিদাওয়া শুনতে পথে নামলেন ‘জনদরদী’ সাংসদ সৌমিত্র খাঁ, করলেন একাধিক ঘোষণা

অভিযুক্ত সন্দীপন দত্ত এবং তাঁর ছেলের হয়ে সোমবার আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্যায়। তিনি দাবি করেন, ইতিমধ্যেই তাঁর মক্কেলরা ৭ লক্ষের অধিক টাকা ফিরিয়ে দিয়েছেন। বাকি টাকাও ফিরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে কমিটিতে কর্মরত কর্মীরাও জড়িত থাকতে পারেন।

Calcutta High Court

হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে দুই অভিযুক্তের আগাম জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘বড়সড় প্রতারণা! জাল নথি দিয়ে এমপিএসের ২৫ লক্ষের অধিক টাকা লোপাট করা হয়েছে বলে ধরা পড়েছে’। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, এই প্রতারণার ঘটনার সঙ্গে যদি তালুকদার কমিটির কোনও কর্মী, অফিসারও যুক্ত থাকেন, তাহলে তাঁদেরও হেফাজতে নিতে হবে। অভিযুক্তদের কোনওভাবেই ছাড়া যাবে না।

এদিন সরকারি কৌঁসুলির উদ্দেশে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চের (Calcutta High Court) নির্দেশ, ‘পুলিশকে বলুন, বৃহত্তর ষড়যন্ত্রের সব দিক খতিয়ে দেখতে। এই বিষয়ে হাইকোর্ট কড়া অবস্থান নেবে’। জানা যাচ্ছে, ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে প্রতারণার ঘটনা সামনে আসতেই এমপিএসের টাকা ফেরানোর কাজ বন্ধ রেখেছে তালুকদার কমিটি। আগামীদিনে কীভাবে শংসাপত্র আসল নাকি ভুয়ো তা যাচাই করা হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর