মানসিক ভারসাম্যহীন ছেলেকে…অসহায় বাবার আর্জিতে সায়! ফের মানবিক বিচারপতি অমৃতা সিনহা

বাংলা হান্ট ডেস্কঃ ফের নজিরবিহীন নির্দেশ জাস্টিস সিনহার (Justice Amrita Sinha)। মানসিক ভারসাম্যহীন ছেলেকে পাভলভ হাসপাতালে ভর্তি করাতে চেয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে হন্যে হয়ে ছুটেছেন বাবা। কোথায় সুরাহা হয়নি। শেষমেষ কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা নিমাইচাঁদ মণ্ডল। এবার সেখানেই বেরোলো সমাধানসূত্র।

কলকাতা হাইকোর্টে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান মামলাকারী নিমাইচাঁদবাবুর আইনজীবী ইন্দ্রজিৎ রায় চৌধুরী। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে পাভলভ হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন তিনি। ওই যুবককে পাভলভে ভর্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন জাস্টিস সিনহা।

ঘটনাটা কি? জয়নগরের বাসিন্দা নিমাইচাঁদ মণ্ডল জানান তার আঠারো বছর বয়সের ছেলে গত গত ৫ থেকে ৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। এই সময় ধরে কল্যাণীর এইমস সহ বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করা হয়েছে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। উল্টে অবনতি হয়েছে। এদিকে চলতি বছর দুর্গাপুজোর পরে তার অবস্থার আরও অবনতি হতে শুরু করে।

ওই যুবকের শরীর এতটাই খারাপ হতে থেকে যে শেষমেষ উপায় না পেয়ে তাকে ঘর বন্ধ করে রাখতে হয়। কারণ তাকে সামলানো যাচ্ছিল না। প্রতিবেশীদের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করত সে। এরপর বহু হাসপাতালে দৌড়াদৌড়ি করলেও কোথাও তাকে ভর্তি নেওয়া হয়নি। ভর্তির জন্য সরকারি সাহায্য চেয়ে পাভলভ হাসপাতালের সুপার, দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচ’কে চিঠি লিখে নিজের আর্থিক অসঙ্গতির কথা জানান। অভিযোগ, সরকারের তরফে কোনও রকম সহায়তা করা হয়নি। এরপরই হাইকোর্টে মামলা হয়।

মামলাকারীর আইনজীবি আদালতে জানান, ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই পরিবার। সরকারি সাহায্যে বাড়ি থেকে যুবককে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তির আবেদন জানানো হয়। আদালতে জানানো হয়, ওই যুবককে একটি বেসরকারি জায়গায় ভর্তি করা হয়েছে। তারাও বাড়ি থেকে তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু বেসরকারি হাসপাতালের খরচ ওই পরিবার আর বহন করতে পারছে না।

Calcutta High Court

আরও পড়ুন: ছাব্বিশের ভোটকে পাখির চোখ! কর্মসমিতির বৈঠকেই বড়সড় সাংগঠনিক রদবদল তৃণমূলের?

এদিকে সরকারি আইনজীবী জানান, ইতিমধ্যেই যুবকের যাবতীয় পরীক্ষা করা হয়েছে। বর্তমানে সোনারপুরের একটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। চিকিৎসকরা তাকে দ্রুত ভর্তি করতে বলেছেন। সব শুনে ওই যুবককে পাভলভে ভর্তি করার জন্য দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচ এবং পাভলভের সুপারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জাস্টিস সিনহা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর