বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে ৪ জনের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ৫ জনের কপাল খোলেনি! দুই বিচারপতি সহমত না হওয়ায় ঝুলে থাকে তাঁদের ভাগ্য। তখনই জানা যায়, ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে ভিন্নমত থাকায় তৃতীয় বেঞ্চে এই মামলার শুনানি হবে। এবার সেই নিয়ে সামনে এল নয়া আপডেট।
বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে পার্থদের (Partha Chatterjee) জামিন মামলার শুনানি
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) সাম্প্রতিক অতীতে একাধিকজন জামিন পেয়েছেন। কপাল খুলেছে মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষদের। তবে বারবার আবেদন করলেও পার্থর কপাল খোলেনি। এবার হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে গেল এই মামলা।
গত সপ্তাহে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত রায়, শেখ আলি ইমাম এবং রঞ্জন মণ্ডল ওরফে চন্দনকে জামিন দেওয়া হয়। তবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার জামিন নিয়ে দু’জনের মধ্যে ভিন্ন মত দেখা দেয়।
আরও পড়ুনঃ এক ধাক্কায় ৪৫০০! কলকাতার রাস্তা থেকে এবার উঠে যাবে হলুদ ট্যাক্সি? জোর শোরগোল
বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করলেও, বিচারপতি সিনহা রায় ওই ৫ জনকে জামিন দিতে চাননি। যে কারণে এই মামলার রায় হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে ফেরত যায়। এবার সেই মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে পাঠানো হল। সেখানে পার্থ, কল্যাণময়দের জামিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাঁর। একাধিকবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। এবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী পার্থ সহ বাকি ৫ জনের জামিনের ক্ষেত্রে কী রায় দেন সেটাই দেখার।