দু’টি এজলাসে একই মামলা! জানতে পেরেই ক্ষুব্ধ বিচারপতি, হাইকোর্টের নির্দেশে ঘুম উড়ল মামলাকারীর!

বাংলা হান্ট ডেস্কঃ জমি সম্বন্ধিত বিবাদ নিয়ে একটি মামলা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তার শুনানি চলছিল। এদিকে সেই একই মামলা ঝুলে রয়েছে আরও একজন বিচারপতির এজলাসে। জানা যাচ্ছে, উচ্চ আদালত এই বিষয়ে কিছু জানতো না। পরবর্তীতে মামলার শুনানি চলাকালীন একথা কানে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জাস্টিস ঘোষ। মামলাকারীকে জরিমানা করেন তিনি।

  • মামলাকারীকে ৫০,০০০ টাকার জরিমানা করল হাইকোর্ট (Calcutta High Court)

জানা যাচ্ছে, মামলাকারীর নাম দীপঙ্কর দে। বসিরহাট বাজারে তিনি ৩টি দোকান ভাড়া নিয়ে চালান। দীপঙ্করবাবুর অভিযোগ, বিগত দু’দশক ধরে সেখানে তাঁর ব্যবসা। তবে এবার জমির মালিক এবং একজন ব্যক্তি তাঁকে উঠিয়ে দিতে চাইছেন। এই নিয়ে এর আগে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর জল গড়ায় হাইকোর্ট অবধি।

রিপোর্ট বলছে, নিম্ন আদালতের তরফ থেকে জমির মালিক এবং ওই ব্যক্তিকে কোনও প্রকার হস্তক্ষেপের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপর তার দোকানে হামলা চালানো হয়। এই ঘটনায় উচ্চ আদালতের দ্বারস্থ হন দীপঙ্করবাবু। সেই সময় উচ্চ আদালতের বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Jay Sengupta) পুলিশকে এই পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেন। কোনও প্রকার ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয়, সেটা পুলিশকে দেখতে বলেছিলেন। তবে অভিযোগ, এরপরেও পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

আরও পড়ুনঃ মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরেই…! নিয়োগ দুর্নীতির অর্পিতাকে নিয়ে বড় খবর! তোলপাড় রাজ্য

পরবর্তীতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতির তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার শুনানি শুরু হয়। প্রায় ২৫ মিনিট মতো শুনানি চলার পর জাস্টিস ঘোষ জানতে পারেন, অন্য এক বিচারপতির এজলাসে ওই মামলা ঝুলে রয়েছে। তা সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাঁর এজলাসে মামলা দায়ের করা হয়েছে। অযথা আদালতের সময় নষ্ট করার জন্য মামলাকারীকে ৫০,০০০ টাকা জরিমানা করেন বিচারপতি ঘোষ।

Calcutta High Court

এই ঘটনায় হাইকোর্টের (Calcutta High Court) পর্যবেক্ষণ, পুলিশি নিষ্ক্রিয়তার নামে জমি সম্বন্ধিত সিভিল মামলা দায়ের করে অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে। কিছু আইনজীবী এই মামলা চালিয়ে যাওয়ার মদত দিচ্ছেন। এই রকম মনোভাব একেবারেই বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানান বিচারপতি। একইসঙ্গে মামলাকারীকে জরিমানা করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর