‘বিকাশ ভট্টাচার্যকে তো এমন করতে দেখিনি’! মুর্শিদাবাদে নিহত বাবা-ছেলের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদ অশান্তির (Murshidabad Violence) আবহেই জাফরাবাদ নিবাসী বাবা-ছেলে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুন করে দুষ্কৃতীরা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় তাঁদের পরিবার। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনেছে তাঁরা। এবার জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

বড় মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির!

গত এপ্রিল মাসের শুরুতে তেতে উঠেছিল মুর্শিদাবাদ। এই সংক্রান্ত নানান জনস্বার্থ মামলা অন্য বেঞ্চে পাঠিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এবার এই মামলাও অন্য কোনও বেঞ্চে পাঠানোর জন্য সেখানে আর্জি জানাতে বললেন বিচারপতি ঘোষ। সেই সঙ্গেই মামলাকারীদের উদ্দেশে বেশ কিছু উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি।

জাস্টিস ঘোষ বলেন, ‘এখন আর এই মামলায় কিছু নেই। কোথায় অপহরণ হল? প্রধান বিচারপতির কাছে যান। উনি নতুন করে এই মামলা পাঠাবেন’। সেই সঙ্গেই তিনি বলেন, ‘যে রাজনৈতিক দলের হয়ে আপনারা মামলা করছেন, সেই রকম রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন। রাজনৈতিক নেতাদের মামলার জন্য রাজনৈতিক সমর্থনে বলিয়ান হয়ে উঠছেন। আদালতের বাইরে ওদের ক্ষমতার উৎস। আদালতের সামনেও সেই ক্ষমতা দেখাচ্ছেন। কোনও একটি নয়, সব দলের কথা বলছি। রাজনৈতিক মক্কেলদের সঙ্গে আইনজীবীরা নিজেদের মিশিয়ে ফেলছেন’।

আরও পড়ুনঃ কত সম্পত্তির মালিক সুপ্রিম কোর্টের বিচারপতিরা? CJI সহ ২১ জনের সম্পদের তালিকা প্রকাশ করল আদালত

নিজের কথার সূত্রে সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) কথাও টেনে আনেন হাইকোর্টের বিচারপতি। জাস্টিস ঘোষ বলেন, ‘বিকাশরঞ্জন ভট্টাচার্য বা বলাই রায়কে তো আমি আদালতের সামনে রাজনৈতিক আচরণ করতে দেখিনি’।

Calcutta High Court

মুর্শিদাবাদে নিহত হরগোবিন্দ ও চন্দনের পরিবার বর্তমানে সল্টলেকের একটি সেফ হাউসে রয়েছে। রবিবার সেখানে বিধাননগর পূর্ব থানার ৪০ জন পুলিশ আধিকারিক সেখানে হাজির হন বলে খবর। অভিযোগ, দরজা ভেঙে দাস পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পুলিশের দাবি, নিহতদের পরিবারকে অপহরণ করা হয়েছে। যদিও হরগোবিন্দ-চন্দনের পরিবারের সদস্যরা সেই দাবি খারিজ করে দিয়েছে।

এরপর সোমবার বিধাননগর পূর্ব থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় দাস পরিবারের সদস্যরা। তাঁদের পাশে ছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ও কৌস্তভ বাগচি। এবার মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ। মামলাকারীদের প্রধান বিচারপতির কাছে যেতে বলেছেন তিনি। বিচারপতি শিবজ্ঞানম নতুন করে এই মামলা পাঠাবেন, বলেন জাস্টিস ঘোষ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X