ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা! হাইকোর্ট বলল, ‘সমাজের জন্য খারাপ বার্তা যাবে’! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। বহু ক্ষেত্রে পুলিশের ভূমিকায় অসন্তোষও প্রকাশ করেছে উচ্চ আদালত। তবে এবার হাইকোর্টের নির্দেশে নিউটাউন থানার ওসিকে ক্লোজ করা হল। মঙ্গলবার আদালতে রিপোর্ট দিয়ে সেকথা জানিয়েছে রাজ্য। জানা যাচ্ছে, রাজ্যের রিপোর্ট দেখে সন্তুষ্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

কী বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

জমি মাফিয়াদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার কারণে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নিউটাউন থানার (New Town Police Station) আইসিকে ক্লোজ করা হয়েছে বলে খবর। সেই সঙ্গেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে আদালতে জানানো হয়, অভিযুক্তের জামিন খারিজের আর্জি জানিয়েছে পুলিশ।

এই নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, বিধাননগরকে কমিশনারেট করার নেপথ্যে নির্দিষ্ট ভাবনা চিন্তা রয়েছে। না হলে সেটি একটি জেলার অংশ। ওই অঞ্চলের বাসিন্দাদের নিশ্চয়ই কিছু বিশেষত্ব রয়েছে। তাই সেখানে যদি পুলিশই প্রশিক্ষিত না হয়, তাহলে রাজ্য পুলিশের অন্যান্য অংশের বাহিনীর মতো এখানেও পুলিশ একইভাবে কাজ করবে।

আরও পড়ুনঃ মকর সংক্রান্তিতেই…! জেলবন্দি পার্থকে নিয়ে বড় খবর! তোলপাড় রাজ্য

এখানেই না থেমে বিচারপতি ঘোষ আরও বলেন, রাজারহাট, নিউ টাউন গুরুত্বপূর্ণ থানা এলাকা। বাইরে থেকে বিনিয়োগকারীরা সেখানে যান। তাই সেখানে যদি পুলিশই প্রশিক্ষিত না হয়, তাহলে সমগ্র সমাজের জন্য খারাপ বার্তা যাবে। আদালত এমনটাই মনে করছে।

Calcutta High Court

এদিনের শুনানিতে বাগুইআটি থানার প্রসঙ্গও উঠে আসে। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির প্রশ্ন, ‘একটা থানার মধ্যে থেকে কীভাবে তিনটি গাড়ি চুরি হয়ে যায়!’ এদিন এই মামলা নিষ্পত্তি হয়ে গেলেও কর্মরত পুলিশদের যথাযথ প্রশিক্ষণের কথা বলে উচ্চ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর