’১৪ নভেম্বর…’! হাইকোর্টের দ্বারস্থ হয়েও লাভ হল না অর্জুনের! তোলপাড় করা নির্দেশ আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েও লাভ হল না। রক্ষাকবচ পেলেন না ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা হেভিওয়েট বিজেপি নেতা অর্জুন সিং। সিআইডির মুখোমুখি হতেই হবে তাঁকে, স্পষ্ট নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

  • হাইকোর্টে (Calcutta High Court) গিয়েও লাভ হল না অর্জুনের!

২০২০ সালে ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাতে অর্জুনের (Arjun Singh) নাম জড়ায় বলে খবর। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সিআইডি তাঁকে তলব করে। আদালত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। তবে তাতে বিশেষ লাভ হল না।

উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) নির্দেশ, সিআইডির মুখোমুখি হতে হবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। সিআইডির তরফ থেকে ১২ নভেম্বর অর্জুনকে তলব করা হয়েছিল। সেই দিনক্ষণ একটু পিছিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, আগামী ১৪ নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিতে হবে তাঁকে।

আরও পড়ুনঃ ছেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন মা-বাবার! চন্দ্রচূড়ের এক রায়ে বদলে যায় সব! শেষদিনে নির্দেশ দেন…

জাস্টিস ঘোষের নির্দেশ, ওই মামলার তদন্তের খাতিরে সিআইডি (CID) আধিকারিকরা টানা ৪ ঘণ্টা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তদন্তের স্বার্থে প্রয়োজন পড়লে পদ্ম নেতাকে ফের তলব করা যাবে বলে জানিয়েছে আদালত। তবে সেক্ষেত্রে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে তাঁকে তলব করতে হবে।

Calcutta High Court

রিপোর্ট বলছে, অর্জুনের আইনজীবী বাঁশরী স্বরাজ দাবি করেন, ১৩ নভেম্বর উপনির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মক্কেলকে তলব করা হচ্ছে। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। সেই কারণে নোটিশ খারিজ করে রক্ষাকবচ প্রদান করা হোক। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। জাস্টিস ঘোষের এজলাসে এই আর্জি খারিজ হয়ে যায়।

সিআইডিকে উচ্চ আদালতের (Calcutta High Court) নির্দেশ, অর্জুনকে ৪ ঘণ্টার অধিক জেরা করা যাবে না। ১৪ নভেম্বর সকাল ১১টায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতাকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর