মেডিক্যাল বোর্ড গঠন করে ফের ময়নাতদন্ত! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জেলে বিজেপি (BJP) কর্মীর অস্বাভাবিক মৃত্যু! ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। জেল হেফাজতে পদ্ম-কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সেই টিমের তত্ত্বাবধানে ফের হবে ময়নাতদন্ত।

আর কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

জানা যাচ্ছে, বেলঘরিয়ার নিবাসী মৌসম চট্টোপাধ্যায় বিজেপি করতেন। গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণেশ্বর থানার তরফ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে জেল হেফাজতেই মৃত্যু হয় মৌসমের।

এদিকে সংশ্লিষ্ট বিজেপি কর্মীর মৃত্যুর পরেই গুরুতর অভিযোগ আনেন তাঁর মা। মৌসমের মায়ের অভিযোগ, তাঁর ছেলে অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরবর্তীতে যখন তাঁর অবস্থার অবনতি হয় তখন হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই সময়ই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মাত্র ১৪ শতাংশ! কেন সরকারি কর্মীদের DA বাড়াচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার? এবার এল ‘জবাব’

এরপরেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় মৌসমের পরিবার। জেল কর্তৃপক্ষের গাফিলতিতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আনা হয়। এবার সেই মামলার শুনানিতেই বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি ঘোষ। হাইকোর্টের নির্দেশ, মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। এরপর সেই টিমের তত্ত্বাবধানে ফের ময়নাতদন্ত করতে হবে।

Calcutta High Court

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জেল হেফাজতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে জাস্টিস ঘোষের নির্দেশ, এনআরএস হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। এছাড়া আরজি কর হাসপাতাল থেকে যাতে সুষ্টুভাবে মৌসমের দেহ এনআর এস হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে টালা থানার আধিকারিকদের। এনএইচআরসির নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে। আগামী ২৪ জানুয়ারি পেশ করতে হবে রিপোর্ট। সেদিনই উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X