বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাসে কড়েয়ায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার এই মামলাতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কড়েয়া হত্যাকাণ্ডে এবার কেস ডায়েরি তলব করল উচ্চ আদালত।
কড়েয়া খুনে বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)!
গত ১২ জুলাই কড়েয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁর দেহে একাধিক ক্ষত ছিল বলে খবর। প্রয়াত যুবকের স্ত্রী নাগমা বিবির দাবি, একাধিক ব্যক্তি মিলে তাঁর স্বামীকে হত্যা করেছে। যুবকের স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করা হয়।
তবে নাগমা বিবি দাবি করেন, এই খুনের ঘটনার তদন্তে কোনও অগ্রগতি নেই। সেই কারণে সিট গঠনের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এবার সেই প্রেক্ষিতেই এই খুনের ঘটনার কেস ডায়েরি তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। মঙ্গলবার তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে পুলিশকে এই রিপোর্ট জমা দিতে হবে। সেটা দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের কাউন্সেলিং কবে? বিবৃতি প্রকাশ ব্রাত্যের
বৃহস্পতিবার নিম্ন আদালতে কড়েয়া হত্যা মামলার শুনানি রয়েছে। তার আগে আজ এই মামলার বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এদিন রাজ্যের তরফ থেকে হাইকোর্টে জানানো হয়, কড়েয়ায় যুবকের খুনের ঘটনায় (Murder Case) অসমের তিনসুকিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সেই সঙ্গেই উদ্ধার হয়েছে মৃত যুবকের স্কুটি।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মৃত যুবকের স্ত্রী যা অভিযোগ এনেছেন তাতে আগে এই খুনের ঘটনার কেস ডায়েরি দেখতে হবে। এরপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৩ ডিসেম্বর এই ঘটনার কেস ডায়েরি দেখার পর আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে খবর। এদিকে বৃহস্পতিবার নিম্ন আদালতে এই মামলার শুনানি রয়েছে। আপাতত সেখানেই শুনানি চলুক, পর্যবেক্ষণ উচ্চ আদালতের।