‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’ বিরাট ক্ষুব্ধ বিচারপতি! কড়া নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Justice TS Sivagnanam) ডিভিশন বেঞ্চে একটি মামলার শুনানি চলছিল। সেই সময় কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি। ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’ প্রশ্ন করেন তিনি। একইসঙ্গে বিরাট নির্দেশ দিয়ে দেয় উচ্চ আদালত।

কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)!

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন বেআইনি বাড়ি (Illegal Construction) ভাঙা সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেই সময়ই উচ্চ আদালতের ভর্ৎসনার মুখে পড়ে পুরসভা কর্তৃপক্ষ। ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’ প্রশ্ন করেন প্রধান বিচারপতি।

সম্প্রতি বেনিয়াপুকুর থানা অঞ্চলের একটি অবৈধ বাড়ি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারী ব্যক্তির দাবি, বেনিয়াপুকুর থানার ঠিক বিপরীতে অবৈধভাবে একটি বাড়ি তৈরি হয়েছে। সেই বাড়ির উল্টোদিকের রাস্তা ভীষণ সরু।

আরও পড়ুনঃ ঘাটতি বৃদ্ধি! বেড়েছে রাজ্যের থেকে পাওয়া অনুমোদনও! KMC-র বাজেট পেশ করলেন ফিরহাদ

মামলাকারীর দাবি, সেখানে যদি কোনও অঘটন ঘটে, তাহলে উদ্ধারকাজ সম্ভব হবে না। এই বিষয়ে পুরসভার কাছে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবি মামলাকারীর। এর প্রেক্ষিতে পুরসভার কাছে উত্তর চাওয়া হয়েছিল। সেই জবাবেই অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত।

Calcutta High Court

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? তখন বাড়ি ভাঙলে কী হবে?’ পুরসভার (Municipality) উদ্দেশে প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভাঙার পরিবর্তে বলছেন, যেমন কাজ চলছে চলুক পরে দেখব? এটা আপনাদের সঠিক উত্তর নয়’।

জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এদিন এই মামলার শুনানি চলাকালীন পুরসভার তরফ থেকে জানানো হয়, আগামী সপ্তাহের মধ্যেই তারা এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। হতে পারে কিছু অবৈধ নির্মাণ হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর