আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! কালীঘাটে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ, হাইকোর্টে মামলা

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশকে তোয়াক্কা না করেও কালীঘাট অঞ্চলে ট্রাম লাইন (Tram Line) বুজিয়ে বেআইনিভাবে চলছে রাস্তা তৈরির কাজ। এই নিয়েই এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী। মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। আবেদনে সায় দিয়েছে হাইকোর্ট।

বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টে মামলা (Calcutta High Court)

প্রসঙ্গত, কলকাতা থেকে শতাব্দীপ্রাচীন ট্রাম ( Kolkata Tram) পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। এদিকে কলকাতা শহরের ট্রাম হেরিটেজের তকমা পেয়েছে। এই অবস্থায় ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা গেলে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। তারপরও কীভাবে ট্রাম লাইন বুজিয়ে রাস্তা তৈরী হচ্ছে? এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ি।

Calcutta High Court

আরও পড়ুন: ফের ফুঁসছে ঘূর্ণাবর্ত! চরম বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টির তোলপাড়

এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ট্রাম নিয়ে কী সরকারের নীতি জানতে চেয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। এবার এই নিয়েই আপাতত নিয়মিতভাবে ট্রাম চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে রাজ্য সরকার। পরিবহণ দফতর হাইকোর্টে হলফনামা দিয়ে ট্রাম নিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। এরই মধ্যে কালীঘাটে ট্রাম লাইন বুজিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর