‘মেয়াদ শেষ, ৬ সপ্তাহ সময়..,’ জনস্বার্থ মামলায় রাজ্যকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ দু’বছর আগে মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি, পাহাড়ের তিন পুরসভায় (Darjeeling Municipalities) নির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার ওই মামলাতেই বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

এদিন মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট তিনটি পুরসভার নির্বাচনের জন্য মামলাকারীর আবেদন বিবেচনা করতে হবে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে। এই জন্য আগামী ৬ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ছয় সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

   

ঠিক কি নিয়ে মামলা? অভিযোগ, পাহাড়ের কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক এই তিনি পুরসভার মেয়াদ দু’বছর আগে ফুরিয়ে গেলেও এখনও নির্বাচন হয়নি। তাই অবিলম্বে নির্বাচনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আর্জেন লামা নামের এক ব্যক্তি। জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি।

মামলাকারীর বক্তব্য, ২০১৭ সালের ১৪ মে শেষ বার ওই তিন পুরসভায় নির্বাচন হয়েছিল। যার মেয়াদ ২০২২ সালের এপ্রিল মাসে ফুরিয়েছে। দু’বছর পরও ওই পুরসভাগুলিতে আর নির্বাচন হয়নি। রাজ্য প্রশাসক নিযুক্ত করে ওই পুরসভাগুলি চালাচ্ছে।

তার কথায়, এতদিন ধরে কিভাবে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে? তার মতে এই কাজ পশ্চিমবঙ্গ পুরসভা আইন বিরুদ্ধ। তাই অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে মামলা করেছেন আর্জেন লামা। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার দিকটিও তুলে ধরেন লামা। তার কথায়, বহুদিন যাবৎ পুরসভাগুলিতে কোনো নির্বাচিত কাউন্সিলর না থাকায় স্থানীয় মানুষ সমস্যায় পড়ছেন।

Calcutta High Court Chief Justice TS Sivagnanam

আরও পড়ুন: এবার পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত! আর জি কর আবহে আরও বিপাকে রাজ্য

নির্বাচিত প্রতিনিধি না থাকায় বহু উন্নয়নের কাজও থমকে রয়েছে বলে জানান মামলাকারী। তাই এই সমস্ত বিষয়ে সুরাহা চেয়ে আদালতে জনস্বার্থ মামলা করেন তিনি। এদিন সেই মামলাতেই বড় নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর