এবার থেকে লোকাল ট্রেনে চালু এই নিয়ম! বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন রেল যাত্রীদের সফর  আরও বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তুলতেই প্রতিনিয়ত সজাগ দৃষ্টি থাকে ভারতীয় রেলের (Indian Railways)। যাত্রীরা যাতে নিরাপদে রেল সফল করতে পারেন তার জন্য প্রতিনিয়ত রেল পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। এবার লোকাল ট্রেনের (Local Train) মহিলা যাত্রীদের (Ladies Passengers) জন্য সংরক্ষিত কামরা নিয়েও একটি বড় রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।

লোকাল ট্রেনের (Local Train) মহিলা কামরা নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt):

আদালতের নির্দেশ অনুযায়ী এবার থেকে লোকাল ট্রেনের  (Local Train) মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় আর কোনোভাবে পুরুষরা উঠতে পারবেন না। আর যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে কড়া  ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে একটি মামলাও করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

   

সেখানে বলা হয়েছে ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কোন পুরুষ উঠলেই তার বিরুদ্ধে করার পদক্ষেপ নেওয়া হবে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার লোকাল ট্রেন সংক্রান্ত একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে, সেখানেই কোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

এদিন আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীরা যাতে উঠতে না পারেন তা নিশ্চিত করতে প্রয়োজনে স্টেশনের নিরাপত্তা রক্ষীদের সংখ্যা আরও বাড়াবে রেল। প্রসঙ্গত শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের মহিলা কামরায় পুরুষযাত্রীরা যাতায়াত করায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পিয়েতা ভট্টাচার্য নামে এক মহিলা রেল যাত্রী।

আরও পড়ুন: বিয়ের আগেই শুরু! অনন্ত-রাধিকার ‘মামেরু’ পর্ব, গুজরাতিরা কেন পালন করেন এই অনুষ্ঠান?

সেই মামলার পরিপ্রেক্ষিতেই রেলের তরফ থেকে জানানো হয়েছে, মাতৃভূমি লোকালে যাতে পুরুষ যাত্রীরা উঠতে না পারেন, তার জন্যই লোকাল ট্রেনে  নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। পাশাপাশি গত জুন মাস পর্যন্ত শিয়ালদা ডিভিশনে সঠিক টিকিট না কেটে যাত্রা করায় ৩৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলাকারী অভিযোগ করেছিলেন, মহিলা কামরায় পুরুষরা ওঠার প্রতিবাদ করলে জোটে দুর্ব্যবহারের।

Ladies

এবিষয়ে রেলকে অভিযোগ করেও কোনো  কাজ হয় না। যদিও এবিষয়ে আদালতের প্রধান বিচারপতি বলেছেন,’একটি অভিযোগ সঠিক হলেও দুর্ভাগ্যজনক। এই সব বিষয়ে রেলকে আরও কড়া হতে হবে। যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর