বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে পড়েছে রাজ্য (Government of West Bengal)। আদালতের নির্দেশ কার্যকর না করা নিয়ে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে। এবার যেমন ফের একবার উচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন।
বিরাট মন্তব্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)!
জানা যাচ্ছে, রানিগঞ্জে একটি ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে মামলটি করা হয়েছিল। ব্যাঙ্কের দাবি, একজন ব্যক্তি ঋণ নিয়ে জেসিবি মেশিন কিনতে চেয়েছিলেন। তবে সময় মতো ঋণের টাকা পরিশোধ না করায় সেই মেশিন বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক। তখন জানা যায়, ওই ব্যক্তি কোনও জেসিবি মেশিনই কেনেননি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক।
এই ঘটনায় রানিগঞ্জ থানার পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত (Calcutta High Court)। তবে এখনও অবধি সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। এবার এই নিয়েই জাস্টিস ঘোষের ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ।
আরও পড়ুনঃ বামেদের ব্রিগেড সমাবেশের বক্তা তালিকায় নেই ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর নাম! তুঙ্গে চর্চা
শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠে। সেখানে রানিগঞ্জ থানার পুলিশের কার্যকলাপের কথা জানতে পারেন বিচারপতি ঘোষ। তিনি জিজ্ঞেস করেন, ’জেসিবি কোথায়? অভিযুক্তকে কেন পাওয়া যাচ্ছে না? সেই প্রভাবশালী কে? কত বড় শক্তিমান তিনি?’ এখানেই না থেমে জাস্টিস ঘোষ পুলিশকে স্মরণ করিয়ে দেন, ‘ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার। এবার কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেব। ভুলে যাবেন না, তদন্তকারী অফিসারের কিন্তু নিউ টাউন থানার আইসির মতো অবস্থা হবে’।
রিপোর্ট বলছে, এর আগে বেশ কিছু মামলায় দেখা গিয়েছিল, হাইকোর্টের নির্দেশ ঠিকমতো পালন করছে না রাজ্য (West Bengal Government)। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এদিন এই মামলার শুনানির সময় জাস্টিস ঘোষের এজলাসে সেই প্রসঙ্গ উঠে আসে বলে খবর। রাজ্য এবং পুলিশের ভূমিকায় কার্যত বিরক্তি প্রকাশ করেন বিচারপতি।
কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানায়, ‘রাজ্য যদি মনে করে হাইকোর্টের নির্দেশ মানবে না, তাহলে আদালত জানে কীভাবে নির্দেশ পালন করাতে হয়। হয় ডিভিশন বেঞ্চে গিয়ে এই অর্ডার খারিজ করান, আর নাহলে নির্দেশ কার্যকর করুন’। ‘আপনারা যদি আদালতের অর্ডার না মানেন, তাহলে আদালত আপনাদের সমস্যা দেখবে না’, স্পষ্ট বলেন বিচারপতি। এই মামলায় আগামী ১০ মার্চ অবধি রানিগঞ্জ থানার পুলিশকে সময় দিয়েছে উচ্চ আদালত। এটাই শেষ সুযোগ, স্পষ্ট করে দিয়েছেন জাস্টিস ঘোষ।