বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় হাইকোর্টের (Calcutta High Court) রায়ে স্বস্তিতে অভিষেক। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের রায়, ১০ তারিখ সশরীরে ইডি হাজিরা দিতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।
গতকাল ইডিকে ভর্ৎসনা করে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। আজও সেই নির্দেশই বহাল রাখে আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্যের নিয়োগ দুর্নীতি চক্রে হওয়া বিপুল পরিমান টাকার লেনদেন সামনে আনতেই হবে। দুর্নীতিবাজদের সামনে এনে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে দু’বছর ডিরেক্টর পদে ছিলেন অভিষেক। বর্তমানে সিইও তিনি। একথা নেতা নিজেই বলেছেন। পাশাপাশি তিনি একজন সাংসদও। ওই কোম্পানির কর্মী কাছ থেকে প্রচুর পরিমাণ সম্পত্তি উদ্ধার হয়েছে। আদালতে এই প্রসঙ্গও উঠে আসে।
আরও পড়ুন: ‘রাত সাড়ে ৮টার মধ্যে ধরে আনুন!’ কাকে হাজির করার নির্দেশ বিচারপতির? তুঙ্গে শোরগোল
আদালতের নির্দেশ, “আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সমস্ত নথি ইডির কাছে জমা দিতে হবে। যদি কোনও কারণে নথি জমা দিতে না পারে তাহলে ইডির সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে।” প্রসঙ্গত, গতকালও বিচারপতি ইডিকে বলেছিলেন, ‘আপনি ডকুমেন্টস দেখুন। সেগুলি স্ক্যান করুন। প্রয়োজনে ডাকুন।’
শুনানিতে আদালত আরও জানায়, “অভিষেকের জমা দেওয়া নথিতে যদি ইডি সন্তুষ্ট না হয় তাহলে তাকে হাজিরা দিতে বলতে পারে। তবে অভিষেককে ১৯ অক্টোবর, অর্থাৎ পুজোর আগে বা ২৬ অক্টোবর একেবারে পুজোর পরে সমন পাঠাতে হবে।”