বিএড কলেজেও আর্থিক দুর্নীতি! জনস্বার্থ মামলা খারিজ করে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের একাধিক সরকারি প্রকল্প থেকে শুরু করে অন্যান্য সরকারি পরিকাঠামো যেমন শিক্ষা-স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই রয়েছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে নিয়োগ-দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে বিরাট ধড়পাকড় চলছে। কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে। এসবের চক্করে কার্যত বেহাল দশা রাজ্যের শিক্ষা পরিকাঠামোর।

রাজ্যের তদন্ত কমিটি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বড় আপডেট

শিক্ষক-শিক্ষিকার অভাবে কার্যত খাঁ-খাঁ করছে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলি। পড়াশুনোও প্রায় লাটে ওঠার জোগাড়। কিছু কিছু স্কুল আবার বন্ধের মুখে। এই আবহে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে বিএডে ভর্তি এবং কলেজের অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও সামনে এসেছে বিরাট আর্থিক দুর্নীতির আভিযোগ।

এবার এই ঘটনার তদন্তের জন্য রাজ্যের উচ্চ শিক্ষার দপ্তরের তরফ থেকে যে তদন্ত শুরু হয়েছে তাতেই সম্মতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (T. S. Sivagnanam) ডিভিশন বেঞ্চ। বিএড কলেজের এই আর্থিক তছরুপের  ঘটনার তদন্ত করতে রাজ্যের তরফ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছিল। এবার সেই কমিটিতেই নতুন সদস্য নিয়োগ করা হবে।

আরও পড়ুন: আম্বেদকর ইস্যুতে হাতাহাতি! রাহুলের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ, হাসপাতালে দুই BJP সাংসদ

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টের অন্য একটি বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার শুনানি শেষ হয়ে গেলেও রায়দান এখনও পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই কারণে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court

আদালত সূত্রে খবর ওই মামলার তদন্ত করতে রাজ্যের উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান আশুতোষ ঘোষকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল উচ্চ শিক্ষা দপ্তর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর