‘রাজ্যের অনুমতির কোনো প্রয়োজনই নেই’, ফুঁসে উঠলেন বিচারপতি! এবার বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখায় কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানেই CBI-র উদ্দেশে বিচারপতির প্রশ্ন, কেন রাজ্যের (State Government) অনুমতির অপেক্ষায় এফআইআর করেনি তারা?

কি নির্দেশ দিল হাইকোর্ট? Calcutta High Court

এদিন সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে এফআইআর করতে রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই বলে জানান বিচারপতি। সিবিআই-কে বিচারপতির নির্দেশ, কী কী নথি, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তার উপরে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হোক এফআইআর করা হবে কি না।

বিচারপতি সাফ জানান, ‘কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অফিসারদের বিষয়ে এফআইআর-এর জন্য রাজ্যের অনুমোদনের প্রয়োজন হয় না।’ বিচারপতি বলেন, ‘বিনয় মিশ্র মামলায় এই বিষয়ে আগেই স্পষ্ট করেছে আদালত। সিবিআই বনাম সতীশ কুমার মামলাতেও সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্দেশ দিয়েছে।’

কেন্দ্রীয় সরকারি কর্মী, পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের অনুমোদন চাইনা বলে জানিয়ে দেয় হাইকোর্ট। প্রসঙ্গত, কয়েক বছর আগে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তবে সিবিআই তরফে এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। এদিন সিবিআই ডিআইজি দুটি মামলার স্টেটাস রিপোর্ট আদালতে জমা দেন।

Calcutta High Court

আরও পড়ুন: চান্স পাবেন না ৩ তারকা খেলোয়াড়? চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

ব্যাঙ্কের টাকা তছরুপের সেখানকারই সরকারি কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এদিন এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সির উপর ক্ষোভপ্রকাশ করেন। শেষে সিবিআই-কে এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, এফআইআর করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে এবং তা ব্যাঙ্কগুলিকে পাঠাবে। সেক্ষেত্রে তাদের কোনও আপত্তি না থাকলে সিবিআই-কে জানাতে পারবে। কোনো আপত্তি না থাকলে সিবিআই দ্রুত এফআইআর করবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর