বাংলা হান্ট ডেস্কঃ মুখ পুড়লো রাজ্যের। বিজেপির বাংলা বনধের (Bangla Bandh) বিরোধিতা করে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন প্রধান বিচারপতি টি এস শিবগনামের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, মামলা দায়েরের নিয়ম না মানায়, এই মামলা খারিজ করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি আইনজীবীকে ৫০ হাজার টাকার জরিমানা করেছে হাইকোর্ট।
- নিমিষে খারিজ বনধ বিরোধী মামলা (Calcutta High Court)
আর জি কর (RG Kar) ইস্যুতে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আর সেই আন্দোলন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে পুলিশ ‘অত্যাচার’, ‘সন্ত্রাস’ চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের (Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি (BJP)। এই নিয়েই বনধের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
মানা হয়নি নিয়ম!
সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ে করে দ্রুত শুনানির আর্জি জানান সঞ্জয় দাস নামে এক আইনজীবী। এদিন শুনানি শুরুতে প্রধান বিচারপতি আইনজীবীর নাম শোনা মাত্রই এই মামলাটি একেবারে খারিজ করে দেন। বলেন, কিছুদিন আগে এই আইনজীবীই বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে ‘পুলিশি ইন-অ্যাকশনের’ মামলা সরিয়ে নেওয়ার জন্য ক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।
সেই মামলাতেও নাকি অনেক ভুল তথ্য দিয়েছিলেন ওই আইনজীবী। যা অসত্য ছিল। এই খবরই মিলেছে আদালত সূত্রে। এদিন শুনানিতে রীতিমতো প্রধান বিচারপতির প্রশ্নের মুখেও পড়েন ওই আইনজীবী। এরপর কোনোপক্ষের বক্তব্য না শুনেই মামলাটি খারিজ করে দেওয়া দেন প্রধান বিচারপতি। শোনা হয়নি রাজ্য সরকারের এজির বক্তব্যও।
পড়তে ভুলবেন না: BJP-র বাংলা বনধে তুলকালাম! গ্রেফতার লকেট, বাড়ি থেকে সজল ঘোষকে আটক করল পুলিশ
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে ধুন্ধুমার বাঁধে শহরের বুকে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা বিক্ষোভ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। কোথাও আহত হন আন্দোলনকারী, কোথাও আক্রান্ত পুলিশ। বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে সবমিলিয়ে রণক্ষেত্রের রূপ নেয় গোটা শহর। আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ। এই সব ঘটনার প্রতিবাদে দুপুরেই সাংবাদিক বৈঠক করে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ওদিকে বিজেপি নেতার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক থেকে পাল্টা তৃণমূল নেতা কুণালাগছে ঘোষ সাফ জানালেন, ‘কোনো বন্ধ হচ্ছে না।’ রাজ্য সরকারের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও বলে দেন কোনো বনধ হবে না বুধে।