বাংলা হান্ট ডেস্কঃ গত ২ ও ৩ অগাস্ট কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিতে ধর্না কর্মসূচী করে তৃণমূল। সেখানে কোনও কোনও সুরাহা না হলে বাংলার বকেয়া আদায়ের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়ে রাজভবনের সামনে ধর্নায় (Raj Bhavan) বসে তৃণমূল (Trinamool)। নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিগত ৫ দিন ধরে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্না মঞ্চ বেঁধে আন্দোলন চালাচ্ছে বাংলার শাসকদল। তবে রাজ্যপালের অপেক্ষায় বসে থাকলেও তার সাথে এতদিন হয়নি তাদের। আজ সোমবার রাজ্যপালের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠকের সম্ভাবনা।
এরই মধ্যে ধর্নার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে সেখানে দিনের পর দিন ধরে ধর্না চালাচ্ছে তৃণমূল, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি (BJP) শিবিরের আইনজীবী সূর্যনীল দাস।
আরও পড়ুন: ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে বাংলায়? আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট
এদিন এই বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়। যেই রাজভবনে চত্বরে ১৪৪ ধারা জারি, সেখানে কিভাবে এত পরিমাণ লোকজন নিয়ে ধর্না দিতে পারেন তৃণমূল। এই প্রশ্নই উঠছিল প্রথম থেকে।
আরও পড়ুন: এই প্রথম পুর নিয়োগ দুর্নীতিতে BJP বিধায়কের বাড়িতে CBI, অভিষেকের এলাকাতেও পৌঁছে গেল টিম
ধর্না বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে কৈফিয়ৎ তলব করেছেন খোদ রাজ্যপাল সিভি বোস। সেই একই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী সূর্যনীল দাস। তবে এদিন বিচারপতি দাসকে মামলা দায়েরের অনুমতি দেয় নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি আইনজীবীর করা মামলা নাকচ করে দেয় হাইকোর্ট।