‘সব বন্ধ করে দেব..,’ ভরা এজলাসে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি, এবার বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ হবে বোল্লা কালীর (Bolla Raksha Kali) পুজো তবে মানতে হবে একগুচ্ছ শর্ত। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বিখ্যাত বোল্লা কালী মন্দিরের পুজো ও বলির ক্ষেত্রে শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুধু তাই নয়, প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এও বলেছে, যদি আদালতের নির্দেশ বা রাজ্যের শর্ত অমান্য করা হয় তাহলে কমিটির বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

হাইকোর্টের নির্দেশ, অনুমোদিত নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র বলি করা যাবে না। বলি দেওয়া যাবে না অন্যান্য পশুর উপস্থিতিতেও। বলির নির্দিষ্ট আইন মেনেই সবটা করতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে বলির বিষয়ে প্রত্যেক ভক্তদের অবহিত হতে হবে। নির্দিষ্ট লাইসেন্সড এলাকা ছাড়া অন্য কোথাও বলি করা যাবে না। পুজোর এলাকায় বসাতে হবে সিসিটিভি। নিয়ম মেনে পুজো কমিটিকে পুজা করতে হবে। নিয়ম না মানা হলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট।

প্রসঙ্গত, প্রতি বছর বোল্লা কালীর পুজোয় প্রায় ২ লক্ষ ভক্তের সমাগম হয়। বলির নিয়ম আছে এই পুজোয়। আনুমানিক প্রায় ১০ হাজার পাঁঠা বলি দেওয়া হয় পুজোতে। একসঙ্গে এত সংখ্যক পাঁঠা বলি কেন? জীব হত্যার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।

Calcutta High Court

আরও পড়ুন: মসজিদে প্রবেশ করতে লাগবে পুলিশের অনুমতি! ‘শান্তি’ রক্ষা করতে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের

জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২৩ সালে অনুমোদিত স্থানের বাইরে জনসমক্ষে বলি প্রদান করা হয়েছে। সাব ডিভিশনাল অফিসারের নির্দেশও যথাযথভাবে পালন করা হয়নি। রাজ্যের রিপোর্ট দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এমনকি পুজো বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন চিফ জাস্টিস। এরপরই সবশেষে পুজোর শর্তসাপেক্ষ অনুমতি দেয় হাইকোর্ট। ৮ সপ্তাহে এ বিষয়ে হলফনামা জমা পেশ করার নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর