‘১৯ নভেম্বর..,’ রিপোর্ট তলব হাইকোর্টের, এবার কড়া ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর ঘটনার পরই সামনে উঠে আসে মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ইস্যু। একের পর এক বিস্ফোরক সব অভিযোগ সামনে আসে এই থ্রেট কালচার নিয়ে। এবার সেরমই এক মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অভিযোগ ছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজে (College of Medicine & Sagore Dutta Hospital) থ্রেট কালচার চালাচ্ছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। সেই নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।

অভিযোগ ছিল সাগর দত্তে হুমকি সংস্কৃতি চালাচ্ছে জুনিয়র ডাক্তারদের একাংশ। আর তাদের হাতে লাগাতার হেনস্থার শিকার সিনিয়র ডাক্তারদের একাংশ। এমনকি তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা উঠলে রিপোর্ট তলব করেন বিচারপতি। আগামী ১৯ নভেম্বর এই রিপোর্ট জমার নির্দেশ আদালতের।

মামলাকারীর অভিযোগ ছিল, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদের সময় শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাদের হুমকি দিতে শুরু দেয়! গত ৫ সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক চলছিল। সেই সময় তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ডাক্তারি পড়ুয়ারা তাদের উপর হামলা চালিয়েছিল বলেও অভিযোগ। অভিযোগ ঘরও ভাঙচুর করা হয়। তৃণমূল ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররাই এর সাথে যুক্ত বলে অভিযোগ।

আরও পড়ুন:‘বেআইনি ভাবে..,’ আদালতে বড় কথা বললেন সন্দীপ ঘোষ, শুনে কি নির্দেশ হাইকোর্টের?

৫ সেপ্টেম্বরের ঘটনার পর বারংবার অ্যান্টি ব়্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন ‘আক্রান্ত’ চিকিৎসকেরা। অভিযোগ, কোনও লাভ হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। মোট ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মামলাকারী। হাইকোর্ট মেডিক্যাল কলেজের কাছ থেকে এই নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

Calcutta High Court

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর যেদিন এই মামলার রিপোর্ট তলব করা হয়েছে সেদিনই হাইকোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ ও বর্ধমান মেডিক্যাল কলেজের থ্রেট কালচার মামলারও শুনানি রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর