বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কয়েকদিন আগে তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। প্রায় ২২ ঘণ্টার টানাপোড়েন শেষে সিপির সঙ্গে দেখা করে তাঁর হাতেই দাবিপত্র তুলে দেন আন্দোলনকারীরা। এবার বিনীতের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হতেই বড় নির্দেশ দিল আদালত।
বিনীতের অপসারণের দাবিতে হাইকোর্টে (Calcutta High Court) মামলা!
জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি আরও একাধিক মহলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠছে। হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলায় হয়েছে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, অমৃতা পাণ্ডে নামের এক আইনজীবী সিপির পদত্যাগের দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam) এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট!
- কী বলল কলকাতা হাইকোর্ট?
এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। আগামী মঙ্গলবার শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি হবে। জানা যাচ্ছে, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালত জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তাই এরপরের দিন তথা ১৮ সেপ্টেম্বর এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম’! কপিল সিব্বলকে তুলোধোনা অধীরের
আরজি কর কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকরা একাধিকবার কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফার দাবি জানিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিনীত গোয়েল (Vineet Kumar Goyal) নিজে একাধিকবার তাঁর কাছে পদত্যাগ করতে এসেছিলেন। মমতা বলেন, ‘গত ৭ দিন আগে কলকাতার পুলিশ কমিশনার নিজে আমার কাছে পদত্যাগ করার জন্য এসেছিলেন। সামনে পুজো। আইন জানে এই রকম লোক তো রাখতে হবে। কয়েকটা দিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়?’
এদিকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এখনও নিজেদের পাঁচ দফা দাবিতে অনড়। গত মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। সুপ্রিম কোর্টের তরফ থেকে কাজে যোগ দেওয়ার ‘ডেডলাইন’ বেঁধে দিয়েও কাজ হয়নি। এই আবহে এবার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা উঠল। আগামী ১৮ সেপ্টেম্বর কী হয় আপাতত সেদিকেই নজর রয়েছে সকলের।