পশ্চিমবঙ্গের সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা? বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) প্রতিটি স্কুলে বাংলা ভাষাকে (Bengali Language) বাধ্যতামূলক করতে হবে। এবার এই বিষয়েই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দিনে দিনে যেভাবে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা গুরুত্ব হারাচ্ছে তাতে বাংলা ভাষাকে আবার তার হারানো গৌরব ফিরিয়ে দিতে এমনই দাবি তুলছে ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন।

বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার দাবিতে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)

তাই এবার বাংলা ভাষাকে রাজ্যের প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করার দাবি নিয়ে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চলেছে এই অ্যাসোসিয়েশন। প্রথমে ধর্নায় বসার দাবি নিয়ে তারা পুলিশের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন। কিন্তু সরাসরি পুলিশ তাদের ‘না’ করে দেয়। তবে পুলিশের কাছে অনুমতি না মিললেও হাল ছাড়েননি তারা।

এরপরেই তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সেখানে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) এই ধর্নায় বসার জন্য পুলিশকেই অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ ২২ ডিসেম্বর দুপুর ১টা  থেকে ৬টা পর্যন্ত এই ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছে। তবে ধর্না চললেও আইন-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যান চলাচল পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১০০ দিনের প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ শূন্য! কেন্দ্র বনাম রাজ্যের সম্পর্কে বেনজির ঘটনা

পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার বিষয়ে গত বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, রাজ্য সরকার স্কুল স্তরে ‘থ্রি  ল্যাঙ্গুয়েজ’ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা শুরু করছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী প্রথম ভাষা যে কোন মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হতে পারে। আর বাকি দুটো ভাষা পড়ুয়ারা নিজেদের ইচ্ছামত পছন্দ করে নিতে পারবেন। অর্থাৎ কারও উপরে কোন কিছু চাপিয়ে দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Calcutta High Court

সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বাংলায় বেশিরভাগ স্কুলই বাংলা মিডিয়াম। তাই যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা প্রথম ভাষা বাংলা নিয়ে বাকি দুটো ভাষা নিজেদের ইচ্ছামত নিতে পারবে। কোন অসুবিধা নেই। এগুলো অপশনাল। একইভাবে যারা দার্জিলিংয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রথম ভাষা নেপালি ভাষা হবে। আর বাকি দুটো ভাষা তারা তাদের পছন্দ মতো নিতে পারবেন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর